বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিয়ে আসছে এশিয়া কাপ। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত 8 দেশের হাই ভোল্টেজ টুর্নামেন্ট। সেই মতোই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের। আর তার আগেই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিল পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটানো দলটি এবারের এশিয়া কাপে তাদের টি-টোয়েন্টি দলে 5টি বড় বদল এনেছে। জানা যাচ্ছে, সালমান আলি আঘাকে অধিনায়কের দায়িত্ব রাখার পাশাপাশি বাদ দেওয়া হয়েছে দুই সুপারস্টার পাক ক্রিকেটারকে। এছাড়াও এসেছে কয়েকটি অবাক করা বদল।
পাকিস্তান দলে 5টি বড় বদল
ভারতের আগেই এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের টুর্নামেন্ট যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে তাই পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি যোদ্ধারা জায়গা পেয়েছেন স্কোয়াডে। এই আসরে পাকিস্তানের অধিনায়কত্ব করবেন সালমান আলি আঘা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, বিগত দিনগুলিতে খারাপ পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হয়েছে পাকিস্তান দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে।
বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ফর্মে না থাকলেও এই দুই পাক ক্রিকেটারের অভিজ্ঞতাকে সামনে রেখে তাদের হয়তো এশিয়া কাপে সুযোগ দেওয়া হতে পারে। তবে পাক ক্রিকেট বোর্ডের দল ঘোষণার পরই সেই সম্ভাবনায় জল পড়েছে। এদিকে বিগত ম্যাচগুলিতে খারাপ পারফরমেন্স সত্বেও এশিয়া কাপের দলে সুযোগ দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। তবে শাহিনকে সুযোগ দেওয়া হলেও জায়গা পাননি নাসিম শাহ।
অবশ্যই পড়ুন: খুলল বাণিজ্যপথ! ভারত থেকে স্থলপথে ১৪৯ মেট্রিক টন পেঁয়াজ গেল বাংলাদেশে
উল্লেখ্য, ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী 12 সেপ্টেম্বর এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান। এরপর 14 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গ্রিন আর্মির। তবে তার আগে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বহু ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, বাবর, রিজওয়ান, নাসিম শাহদের বাদ দিয়ে পাকিস্তান যে স্কোয়াড ঘোষণা করেছে তা এশিয়া কাপের প্রথম পর্বেই মুখ থুবড়ে পড়বে! অর্থাৎ এই দল নিয়ে পাকিস্তানের এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখাটা নিতান্তই বোকামো হবে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।