বিক্রম ব্যানার্জী, কলকাতা: এখন সময় ইস্টবেঙ্গলের… রবিবার ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে প্রতিবেশী লাল হলুদের কাছে নাকের জলে চোখের জলে হয়েছিল মোহনবাগান! সে যন্ত্রনা আগামী কয়েক মাস ভুলতে পারবে না চিংড়িপ্রেমীদের দল।
তবে সবচেয়ে মজার বিষয়। যুবভারতীতে ইস্টবেঙ্গলের ডুরান্ড ডার্বি জয়ের রাতেই প্রাক্তনদের ডার্বিতেও মুখ পুরেছে মোহনবাগানের। ত্রিপুরার আগরতলার উমাকান্ত স্টেডিয়ামেও রবির রাতে ডার্বির রঙ সেই লাল হলুদ।
আগরতলার ডার্বিতেও হারল মোহনবাগান
বিগত কয়েকদিন ধরেই ত্রিপুরার জনপ্রিয় শহর আগরতলায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রাক্তনীদের ডার্বি ঘিরে চড়েছিল উন্মাদনার পারদ। যদিও সে শহরে লাল হলুদ সমর্থকের সংখ্যাটাই বেশি। তাই স্টেডিয়ামেও গলা ফাটানো চিৎকারটাও এসেছিল লাল হলুদ সমর্থকদের তরফেই।
রবিবার মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লেজেন্ডস ডার্বিতে মেতে উঠেছিলেন ত্রিপুরার সমর্থকরা। বিকেল গড়াতেই ভরে যায় উমাকান্ত স্টেডিয়ামের প্রতিটি আসন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কিক অফ করে ডার্বির সূচনা করেন। জানা যাচ্ছে, লেজেন্ডস ডার্বি দেখতে এসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবেও।
রবির রাতে চলছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রাক্তনীদের হাড্ডা হাড্ডি লড়াই। এদিন ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, একে অপরকে জায়গা ছাড়তে মাঠে নামেননি কেউই। তাই তো 70 মিনিট অতিক্রান্ত হওয়ার পরও গোলশূন্য ছিল ডার্বি। বলা বাহুল্য, দুই ময়দান প্রধানের প্রাক্তনীদের আগরতলার ম্যাচ কিন্তু ছিল 70 মিনিটেরই।
অবশ্যই পড়ুন: দিল্লি ফাইলস কবে দ্য বেঙ্গল ফাইলস হয়ে গেল আমার জানা নেই! দাবি অভিনেতা শাশ্বতর
তবে সেই আসরে অনবদ্য পারফর্ম করে একে অপরকে সুযোগ খুঁজতে দেয়নি, ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের কেউই। তাই শেষ পর্যন্ত ডার্বির ঠিকানা হয় ট্রাইবেকার। আর সেখানে সাডেন ডেথে সাফল্য পায় ইস্টবেঙ্গল।
এদিন টাইব্রেকার শুরু হওয়ার পর একে অপরের জালে বল জড়ানোর জন্য একেবারে মুখিয়ে ছিল দুজনের ছেলেরা। তবে শেষ পর্যন্ত 5-4 গোলে এগিয়ে থেকেই ম্যাচ যেতে ইস্টবেঙ্গল। এদিন বাগানের হয়ে পেনাল্টি কিক নিতে আসেন আব্দুল সাদিক। ওদিকে গোলের নিচে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের শুভাশিস রায়চৌধুরী।
শট করলেন সাদিক, তবে বল বেরিয়ে গেল গোলপোস্টের বাইরে। আর তারপরই মাঠ জুড়ে ভেসে উঠল হই হই রব। টাইব্রেকারে ডার্বির রং লাল হলুদ হওয়ায় রবিবার রাতে উচ্ছ্বাসে ফেটে পড়েন আলভিটো ডি কুনহা থেকে শুরু করে মেহতাব হোসেনরা। ওঠে জয় ইস্টবেঙ্গল ধ্বনিও…