বিক্রম ব্যানার্জী, কলকাতা: হারের পরই কি এই ধরনের অজুহাত খুঁজে পায় মোহনবাগান? সবুজ মেরুন সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য ঘিরে এমন প্রশ্নই উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঠিক কী বলেছেন মোহনবাগানের বর্তমান সভাপতি?
জানা যাচ্ছে, রবিবার ডার্বির পরই সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মোহনবাগানের সভাপতি দেবাশিস বাবু জানিয়েছেন, ওরা (ইস্টবেঙ্গল) তো আজকে সুপার জায়ান্টের এগেনস্টে খেলেছে। মোহনবাগানের বিরুদ্ধে নামেনি।
যেদিন মোহনবাগানের এগেনস্টে নামবে সেদিন বুঝতে পারবে মোহনবাগান কাকে বলে.. সবুজ মেরুন সভাপতির এমন মন্তব্যের পরই পাল্টা দিতে থেমে থাকেনি ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের একটা বড় অংশের বক্তব্য, হারের পরই কি এইসব কথা মনে পড়ে?
কেন এমন মন্তব্য মোহনবাগান সভাপতির?
ডার্বির পর ইস্টবেঙ্গল নিয়ে কেন এমন মন্তব্য করেছেন তার কারণও স্পষ্ট করে দিয়েছিলেন বাগানের সভাপতি দেবাশিস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কাল দেখছিলাম, ওদের কোনও এক কর্মকর্তা বলেছেন, আমরা তো মোহনবাগানের সঙ্গে খেলতে যাচ্ছি না।
আমরা সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামব। এর অর্থ তো আজ ওরা সুপার জায়ান্টকে হারিয়েছে। মোহনবাগানকে তো হারায়নি। যেদিন মোহনবাগানের সাথে খেলবে সেদিন ওরা বুঝবে মোহনবাগান আসলে কী জিনিস।
মোহনবাগানের হারের কারণ জানালেন দেবাশিস দত্ত
মোহনবাগান না সুপার জায়ান্ট, এসব নিয়ে নানান বাক্য চলাচালির মাঝেই রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানের হারের কারণ প্রসঙ্গে দেবাশিস বাবু বলেন, মূলত দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব থাকায় হারতে হয়েছে সবুজ মেরুনকে।
তাছাড়াও এই দুঃসময়ের জন্য ভাগ্যকেই দায়ী করেছেন তিনি। তাঁর মতে, কয়েকজন দুদিনও অনুশীলন করেননি। অভিষেক সিংকে তো দিমি ভালোভাবে চেনেই না। তাই একে অপরের সাথে তাল মিলিয়ে খেলতে পারেনি ওরা!
East Bengal সুপার জায়ান্টকে হারিয়েছে! Mohun Bagan এর বিরুদ্ধে খেললে হারিয়ে দিতাম! -Debasish Dutta
East Bengal সুপার জায়ান্টকে হারিয়েছে! Mohun Bagan এর বিরুদ্ধে খেললে হারিয়ে দিতাম! -Debasish Dutta
Posted by XtraTime Bangla on Sunday, August 17, 2025
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের কাছে কেন হারতে হল মোহনবাগানকে? রইল শক্তপোক্ত কারণ
উল্লেখ্য, ডুরান্ড ডার্বিতে হারের পর মোহনবাগান সভাপতির বক্তব্যকে সামনে রেখে প্রতিবেশীকে কটাক্ষ করে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, মোহনবাগান ব্রিগেডের কোনও রুচি, সংস্কৃতি নেই। এরপরই লাল হলুদ কর্তা বলে দেন, সুপার জায়ান্টের হিসেব না ধরলে মোহনবাগানের থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে, রবিবার লাল হলুদের সেমিতে ওঠার পরও লেগে রয়েছে ইস্ট-মোহন তরজা।