বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে 9 ও 10 মে রাতে অপারেশন সিঁদুর চালায় ভারত। আর সেই অভিযানেই গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর।
তবে পাকিস্তানকে এটুকু শাস্তি দিয়েই থেমে থাকেনি নয়া দিল্লি। সিঁদুর অভিযানের অধীনে পাকিস্তানের 11টি বিমানঘাঁটিতে জোরালো হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। আর তাতেই কোমর ভেঙে যায় পড়শি দেশ পাকিস্তানের!
ভারতের অপারেশন সিঁদুরের ধাক্কা সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত কেঁদে কেটে সংঘর্ষ বিরতির আর্জি জানায় ইসলামাবাদ। আর সেই ঘটনার প্রায় 3 মাস পর এবার ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের ব্যর্থতা স্বীকার করে নিলেন অতি পরিচিত পাক সাংবাদিক তথা নাওয়াজ শরীফ ঘনিষ্ঠ নাজাম শেঠি।
অপারেশন সিঁদুরে পাকিস্তানের ব্যর্থতা প্রকাশ করলেন শেঠি
সম্প্রতি সামা টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় পাকিস্তানি সাংবাদিক তথা নওয়াজ শরীফ ঘনিষ্ঠ নাজাম শেঠি স্পষ্টভাবে জানান, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলিকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল।
তাঁর দাবি, ভারতের S-400 ডিফেন্স সিস্টেম বা সুদর্শন চক্রের মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের হাতে নেই। যে কারণে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলি সহজেই পাক বিমান ঘাঁটিতে আঘাত হনেছিল। এরপরই শেঠি জানিয়ে দেন, অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের যেখানে খুশি হামলা করেছে। যত ইচ্ছা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আমরা তাদের ঠেকাতে পারিনি! এক্ষেত্রে ভারতের অপারেশন সিঁদুর স্পষ্টতই এগিয়ে।
পাক সাংবাদিকের সংযোজন, ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে অবশ্যই ভাবতে হবে তাদের কাছে কী এমন ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে তারা ভারতের মিসাইলগুলি ধ্বংস করতে পারে কিংবা ভারতে আঘাত হানতে পারে! এদিন অনুষ্ঠানের মাঝেই শেঠি দাবি করেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী সে অর্থে ভারতে পাল্টা হামলা চালাতে পারেনি!
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে খেলবেন বৈভব সূর্যবংশী! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায় বাড়ল জল্পনা
প্রসঙ্গত, সামা টিভির অনুষ্ঠানে অংশ নিয়ে অপারেশন সিঁদুরে পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে কথা বললেও সবশেষে হুঙ্কারও ছেড়েছিলেন ওই পাকিস্তানি সাংবাদিক। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া সামা টিভির অনুষ্ঠানের একটি ভিডিওতে পাক সাংবাদিককে বলতে শোনা যায়, কোনও কারণে যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে কিংবা এরপর ভারত যদি পাকিস্তানে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে কোনও রকম দ্বিধাবোধ করবেনা ইসলামাবাদ।
Huge admission on Op Sindoor- India hit our camps & airbases with precision missiles. We couldn’t stop them. But India stopped ours. India showed ability to hit our parked aircrafts but we couldn’t hit theirs.
– Najam Sethi ruins Field Marshal’s partypic.twitter.com/ak4OPenybF
— Pakistan Untold (@pakistan_untold) August 17, 2025