Top 10: মমতার শ্রমশ্রী প্রকল্প, বাংলাদেশে পেঁয়াজ আমদানি, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১৮ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। মমতার শ্রমশ্রী প্রকল্প, বাংলাদেশে পেঁয়াজ আমদানির অনুমতি, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক।

১০) শিক্ষা ব্যবস্থা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছাকৃতভাবেই বন্ধ করছে মুখ্যমন্ত্রী। অথচ বেসরকারি কলেজে জোরকদমে চলছে ভর্তি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩ মাস পেরিয়ে গেলেও সরকারি কলেজে ভর্তি শুরু হয়নি। এমনকি পরীক্ষার ফল প্রকাশও আটকে রয়েছে। শুভেন্দু দাবি করছে, মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢোকাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা চালু করল শ্রমশ্রী প্রকল্প

বিধানসভা ভোটের আগে নবান্ন থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের প্রথম এক বছর প্রতি মাসে ৫০০০ টাকা পুনর্বাসন ভাতা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড, আবাস যোজনার অনুদান, সন্তানদের শিক্ষা সহায়তা সহ একাধিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী দাবি করছেন যে, ভিন রাজ্যে শ্রমিকদের উপর দিনের পর দিন অত্যাচার বাড়ছে আর কর্মসংস্থানের অনিশ্চয়তায় পড়ছে। প্রাথমিকভাবে সরকারি পোর্টালে নথিভুক্ত ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক এই সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) এসএসসির অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে বিপাক

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে এবার বহু আবেদনকারী বিপাকে পড়েছে। অনেকের স্ক্রিনে সরাসরি অযোগ্য লেখা ভেসে আসছে। এসএসসি জানাচ্ছি যে, হাইকোর্টের নির্দেশে ১৮০ জনকে অযোগ্য ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত সমস্ত প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়নি। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের সইয়ের জায়গা না থাকার কারণে জালিয়াতির আশঙ্কা উঠছে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে সূত্র মারফৎ খবর, আর এরি পরীক্ষায় ৫.৮ লক্ষ আবেদনকারী বসবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভিন ধর্মে বিয়ে করায় হলদিবাড়ির যুবকের বাড়িতে হামলা

হলদিবাড়ির মাঝাপাড়ায় ভিন ধর্মের বিয়েকে কেন্দ্র করেই যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠল। শনিবার রাত্রিবেলা প্রায় ১৫০ জন দুষ্কৃতি বাড়ি ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ। মহিলাদেরকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। গুরুতর আহত যুবকের বাবা মধুসূদন রায় এবং দাদা নকুল রায় বর্তমানে জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি। আর এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীরা এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) পাঁচ মাস পর বাংলাদেশে পেয়াজ আমদানির অনুমতি

পাঁচ মাস পর ভারত থেকে ফের বাংলাদেশি স্থলপথে পেঁয়াজ আমদানি শুরু হল। হ্যাঁ, রবিবার দিনাজপুরের স্থলবন্দর দিয়ে মোট পাঁচটি ট্রাকে ১৫৯ মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে। কৃষি মন্ত্রণালয়ের সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩০ মেট্রিক টন আমদানির অনুমতি দিয়েছে বলে সূত্র মারফৎ খবর। আর এর মধ্যে রাধে-শ্যাম অ্যান্ড সন্স একাই ৫০ টন আমদানি করেছে। পাশাপাশি সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়েও অয়ন ট্রেডার্সের মাধ্যমে মোট ৫০ টন পেঁয়াজ এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) জামিন পেল পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অবশেষে জামিন পেয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার সঙ্গে জামিন পেয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। আদালত জানিয়েছে, ইডি মামলার মতোই সিবিআই মামলাতে একটি শর্ত মানতে হবে। আর তা হল—পাসপোর্ট জমা রাখতে হবে এবং নিয়মিত হাজিরা দিতে হবে। পাশাপাশি এলাকা ছাড়লে চলবে না। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্সি জেলে থাকবেন পার্থ। কারণ তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরো মামলা বাকি রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন 

৪) চিকিৎসকের গাফিলতিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রর মৃত্যু

আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক দ্বাদশ শ্রেণীর ছাত্র মঙ্গল হেমব্রমের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট জ্বর এবং পেট ব্যাথা নিয়ে তিনি নিজে হেঁটে হাসপাতালে ঢুকেছিলেন। পরিবার অভিযোগ করছে যে, চিকিৎসকের অবহেলাতেই রবিবার তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা পরিবার ও গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে আর পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। মৃতের পরিবার ক্ষতিপূরণের দাবি করছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, দাবি পূরণ না করা হলে আন্দোলন করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) মিড ডে মিলে পড়ুয়ারা পাচ্ছে শুধু গুড়-মুড়ি

বর্ধমানের আউসগ্রাম শোকাডাঙ্গার আদিবাসী প্রাথমিক বিদ্যালয় মিড-ডে মিল কেলেঙ্কারিতে এবার চরম বিক্ষোভ নামল। হ্যাঁ, মাসে মাথাপিছু সরকারি বরাদ্দ ১৮০০ টাকা হলেও পড়ুয়ারা শুধুমাত্র গুড়-মুড়ি আর সামান্য তরকারি পাচ্ছে বলে অভিযোগ। এতে গ্রামবাসীরা ১৬ আগস্ট প্রধান শিক্ষক সঞ্জয় দাসকে ঘরে তালাবদ্ধ করে জবাব চেয়েছে। তবে তিনি টাকার হিসাব হিসেবে ব্যর্থ হয়েছে। পুলিশ হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করেছ। উল্লেখ্য, স্কুলটিতে মোট ৯৩ জন পড়ুয়া এবং ৩০ জন আবাসিক রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রেলের উদ্যোগে এবার ট্র্যাকেই বসানো হল সোলার প্যানেল

ভারতীয় রেল এবার প্রথমবারের মতো বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে রেল লাইনের মাঝে সোনার প্যানেল বসিয়ে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করল। হ্যাঁ, ৭০ মিটার ট্র্যাকে ২৮টি প্যানেল বসানো হয়েছে, যার ক্ষমতা ১৫ কিলোওয়াট-পিক। আর এগুলি মূলত সহজেই অপসারণযোগ্য। ফলে রক্ষণাবেক্ষণে সেরকম কোনো সমস্যা হবে না। পাইলট প্রজেক্ট সফল হলে প্রতি কিলোমিটারে বছরে ৩.২১ লক্ষ ইউনিক বিদ্যুৎ প্রদান করা হবে বলে সূত্র মারফৎ খবর। আর এই বিদ্যুৎ মূলত ষ্টেশন ও সিগন্যালিং ব্যবহারে কাজে লাগবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ

১৭ আগস্ট মধ্যরাতে মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুল গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। হ্যাঁ, ২৫ বছরের সচিদা নন্দ মিশ্র নামের একটি যুবক গুরুতর আহত হয়েছে। আর তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলেই অনুমান করা হচ্ছে। তাকে প্রথমে বারাসাত এবং পরে কলকাতায় স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ওই যুবকের ব্যাগ থেকে জামাকাপড়, চার্জার, ইলেকট্রনিক্স গেজেট সহ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর কেন তিনি রাত দুপুরে সেখানে ছিলেন এবং ব্যাগে বোমা কীভাবে এল, তা নিয়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment