সৌভিক মুখার্জী, কলকাতা: বিদ্যুৎ গতির 5G ইন্টারনেট আর অন্যদিকে তিন দিন পর্যন্ত চার্জ না দিয়ে টানা ব্যবহার করার সুবিধা! হ্যাঁ, এরকমই চমক দিচ্ছে Realme C20 5G। এমনকি এর দামও মধ্যবিত্তদের বাজেটের মধ্যে, যা শুনলে আপনার চক্ষু চড়কগাছে উঠবে। 2025 সালের বাজেটে স্মার্টফোনের দুনিয়ায় ইতিমধ্যেই এই মডেল ইতিহাস লিখে ফেলেছে।
বিদ্যুৎগতির 5G কানেক্টিভিটি
এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল, সুপারফাস্ট 5G পরিষেবা। হ্যাঁ, অনলাইন গেমিং থেকে শুরু করে 4K ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড কিংবা ভিডিও কল, সবকিছুই হবে একেবারে স্মুথভাবে। ভারতের 5G নেটওয়ার্ক যত দ্রুতগতিতে এগোচ্ছে, ততই এই ধরনের ফোনেএ দৌরাত্ম্য বেড়েই চলেছে। আর Realme C20 5G সেই সুযোগে বাজারে জায়গা করে নিয়েছে।
চার্জ নিয়ে নো টেনশন
আজকালকার দিনে দাঁড়িয়ে যেখানে অনেক ফোনের চার্জ একদিনও টেকে না, সেখানে Realme C20 5G ফোনটিতে রয়েছে 8000mAh-এর একটি বিশাল ব্যাটারি। হ্যাঁ, একবার চার্জ দিলেই প্রায় 25 ঘন্টা ভিডিও দেখা যাবে, এমনকি 15 ঘন্টা গেম খেলা যাবে। আর স্বাভাবিক ব্যবহার করলে প্রায় টানা তিন দিন চলবে। সঙ্গে থাকছে ফার্স্ট চার্জিং প্রযুক্তি, যা মুহূর্তের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করে দেবে।
পারফরম্যান্সে চমক
Realme C20 5G ফোনটি চালিত হচ্ছে MediaTek Dimensit প্রসেসরের উপর ভিত্তি করে, যা গেমিং-এর জন্য একেবারে সেরা। সঙ্গে থাকছে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। এমনকি চাইলে বাড়তি 1TB পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহার করাও যেতে পারে। তাই দৈনন্দিন কাজ থেকে শুরু করে গেম বা ভারী কাজ, সবকিছুই একেবারে মসৃণ ভাবে চলবে এই ফোনে।
ডিসপ্লেতে চমক
উল্লেখ্য, এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। মুভি দেখা বলুন কিংবা গেম খেলা, বড় স্ক্রিন আর উজ্জ্বল রঙের অভিজ্ঞতা এই ফোনটি ব্যবহারকারীদের মধ্যে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি চোখের সুরক্ষার জন্য রয়েছে ব্লু লাইট ফিল্টার।
এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে 13MP AI ডুয়েল ক্যামেরা, যা স্পষ্ট ও ডিটেইলড ছবি তুলতে সক্ষম। পাশাপাশি সামনের দিকে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি কিংবা ভিডিও কলের জন্য একেবারে পারফেক্ট। আর সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকছে এই ফোনটিতে।
আরও পড়ুনঃ মিলছে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড! মেয়েদের জন্য সেরা স্কলারশিপ
দামে রয়েছে চমক
তবে সবথেকে বড় ব্যাপার, এত সব ফিচার সত্ত্বেও এই ফোনটি মধ্যবিত্তদের বাজেদের মধ্যেই রাখা হয়েছে। হ্যাঁ, অধিকাংশ 5G ফোনের দাম যেখানে 15,000 টাকার উপরে, সেখানে Realme C20 5G ফোনটি 15,000 টাকার মধ্যে পাওয়া যাবে।