প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী সপ্তাহেই কলকাতার বুকে ঘটতে চলেছে এক বড় চমক! আর কিছুদিনের মধ্যেই এবার এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতা মেট্রো স্টেশন। আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। এখন বিমানবন্দরের পাশেই মেট্রো স্টেশন হওয়ায় হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হতে চলেছে।
কলকাতাবাসীর জন্য বড় সুখবর
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কলকাতা বিমানবন্দর যাওয়ার ক্ষেত্রে মেট্রোর দাবি জানিয়ে আসছিল। আসলে তীব্র যানজট এবং গাড়ির সমস্যার কারণে একাধিক সমস্যা পোহাতে হয়েছে। তবে এবার কথা রাখতে চলেছে কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে আর বিমানবন্দরে যাতায়াতের জন্য আর ক্যাব বা প্রিপেইড ট্যাক্সির উপর নির্ভর করতে হবে না। কম খরচে, ঝকঝকে পরিকাঠামোয় নিরাপদ যাত্রা করতে পারবেন কলকাতাবাসী। নরেন্দ্র মোদীর হাতে কলকাতার যে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। পাশাপাশি চালু হচ্ছে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর-৫ পর্যন্ত রুট। এমতাবস্তায় প্রকাশ্যে এলো মেট্রোর ভাড়া।
প্রকাশ্যে ভাড়ার তালিকা
টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এই নতুন রুটে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে মাত্র ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হয়ে চলেছে ৭০ টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত যেতে ভাড়া লাগবে মাত্র ৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৪৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে রুবি পর্যন্ত ভাড়া পড়বে ৬৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া যেতে খরচ পড়বে ৫০ টাকা এবং বিমানবন্দর থেকে সেক্টর-৫ বা করুণাময়ী যেতে খরচ বহন করতে হবে ৭০ টাকা।
উল্লেখ্য, সবমিলিয়ে কলকাতা মেট্রোর এই নতুন পরিষেবা চালু হলে বিমানবন্দরে যাতায়াত করার পাশাপাশি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের আরও দ্রুত, আরামদায়ক এবং উন্নত হতে চলেছে। মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর এবার কলকাতা হতে চলেছে ভারতের পঞ্চম শহর, যেটি কিনা বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের মধ্যে এক আনন্দমূলক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি, পরিযায়ীদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প নবান্নর! মাসে মিলবে ৫০০০ টাকা
প্রসঙ্গত, ,বারাসাত এবং নোয়াপাড়া করিডরের মধ্যে আপাতত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিলোমিটার মেট্রো লাইন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে এই লাইন আরও বাড়িয়ে বারাসাত পর্যন্ত পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর স্টেশনকে দুটি করিডরের সংযোগস্থল হিসেবে সাজানো হচ্ছে, যার ফলে যাত্রীদের অন্য রুট ধরতে গিয়ে জন্য হুরোপাটি না হয় অর্থাৎ যাতায়াত ক্ষেত্র হবে আরও মসৃণ।