প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে শুরু হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নিবার্চন। কিন্তু তার আগেই রাজ্য সরকারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে! প্রথমে রাজ্যে ৪ আধিকারিকের সাসপেনশন নিয়ে শুরু হয়েছে তরজা, যা নিয়ে এখনও বিতর্ক শেষ হয়নি, এমতাবস্থায় ভোটের ১ বছর আগে BLA-দের তথ্য তলব করল নির্বাচন কমিশন। তাই এবার এর বিরোধিতায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশনের বিরুদ্ধে ফের উঠল মামলা।
কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল শাসকদল তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার সদরের জেলা সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর দাবি নির্বাচনের শুরু হতে এখনও ঢের দেরি, এদিকে এক বছর আগেই বুথ লেভেল এজেন্ট বা BLA- দের তথ্য চাইছে জাতীয় নির্বাচন কমিশন। গত জুন এবং জুলাই মাসে ওই তালিকা নেওয়া হয়েছে। এখন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা হবে। কিন্তু এখনই এই তথ্য চাওয়া কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না, তাই দ্রুত এই মামলার শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়।
কী দাবি মামলাকারীদের?
মামলাকারী প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে যে, এই রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR হবে। তাই মামলার দ্রুত শুনানি হোক। কিন্তু মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি মামলাকারীর আইনজীবী অর্ক নাগের কাছে জানতে চান, ‘শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন, নাকি সমস্ত রাজনৈতিক দল?’ সেইসময় তৃণমূলের তরফে জানানো হয়, ‘অন্য দল হয়তো মেনে নিয়েছে। কিন্তু আমরা এই বিষয়টা মেনে নিতে পারিনি, তাই এই নিয়ে চ্যালেঞ্জ করছি।’ এদিকে মামলার আবেদন সাবমিট হলেও, দ্রুত শুনানির আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত। জানা গিয়েছে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মেট্রোয় এয়ারপোর্ট থেকে শিয়ালদা, রুবি যেতে খরচ কত? জানুন ভাড়া
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের CEO-র কাছে চিঠি এসেছিল। যেখানে বলা হয়েছিল, শীঘ্রই বুথ লেভেল এজেন্টদের তালিকা জমা দিতে হবে কমিশনে। আসলে ভবিষ্যতে যদি SIR চলাকালীন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে খুব সহজেই তা নজরে যাতে চলে আসে তার জন্যই এই ব্যবস্থা। সেক্ষেত্রে তাই রাজনৈতিক দলগুলিকে এখন থেকেই বুথ লেভেল এজেন্টদের তালিকা তৈরি রাখতে হবে বলে নির্দেশ দেয় কমিশন। এবং সেই তালিকা পাঠানোর কথাও বলা হয়। সেই আবহে এ বার আদালতের দ্বারস্থ হল তৃণমূল। এবার দেখার পালা এই মামলার জল কতদূর গড়ায়।