বিক্রম ব্যানার্জী, কলকাতা: আপাতত স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ। দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন ও নিয়ন্ত্রক সংস্থা FSDL এর মধ্যে দ্বন্দ অব্যাহত। ফেডারেশনের সাথে সমস্যা থাকায় বহু আগেই FSDL কর্তারা জানিয়ে দিয়েছিলেন নতুন চুক্তি না হওয়া পর্যন্ত ISL স্থগিত রাখা হবে। সেই মতোই অনিশ্চয়তার বেড়াজালে আবদ্ধ দেশের সর্বোচ্চ ফুটবল লিগ।
এমতাবস্থায়, দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে সুবিচার পাওয়ার আশায় বুক বাঁধছে ইন্ডিয়ান সুপার লিগের 11 ক্লাব। কারণ, আসন্ন 22 আগস্ট ISL সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দিতে পারে দেশের শীর্ষ আদালত। ESPN India-র রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুরে ফেডারেশন বনাম FSDL চুক্তি নবীকরণ সমস্যা নিয়ে শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।
সমস্যা সমাধানে সব পক্ষের মতামত শুনতে চায় সুপ্রিম কোর্ট
ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের ক্ষেত্রে যাবতীয় সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা ও অতুল চন্দ্রকরের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আদালত বান্ধব গোপাল শঙ্করানারায়ণ।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান খসড়া চূড়ান্ত করা হবে জাতীয় প্রশাসন বিলকে সামনে রেখেই। আর এ বিষয়ে সব পক্ষের মতামত শুনতে চায় দেশের শীর্ষ আদালত।
যদিও সম্প্রতি ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার প্রশ্ন করেন, গত সপ্তাহে জাতীয় ক্রীড়া নীতি পাশ হয়ে গিয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়ার আগে সেই বিষয়টি বিবেচনা করা হবে কিনা। এমন প্রশ্নের উত্তরে বিচারপতি নরসীমা স্পষ্ট করে দেন, সুপ্রিম কোর্ট ওই বিল পরীক্ষা করে দেখেছে, সেই মতো খসড়া সংবিধানে প্রয়োজনীয় বদল আনা হয়েছে। এবার এ বিষয়ে সব পক্ষের মতামত শুনতে চাই আমরা।
অবশ্যই পড়ুন: মোহনবাগান নয়, সুপার জায়ান্টের বিরুদ্ধে জিতেছে ইস্টবেঙ্গল! দাবি বাগান সভাপতির
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ অনিশ্চিত হয়ে যাওয়া ফুটবলারদের বেতনও আটকে রয়েছে। সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে আদালত বান্ধব শঙ্করানারায়ণ জানিয়েছিলেন, ভারতীয় ফুটবল ফেডারেশন এবং FSDL এর মধ্যে যেহেতু চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি, তাই যাবতীয় দায়িত্ব পালন করতে হবে ফেডারেশনকে। অর্থাৎ ISL আয়োজনের প্রস্তুতি নিতে হবে তাদের।
তবে যদি শেষ পর্যন্ত সেটা না হয় সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে FSDL এর সাথে ফেডারেশনের ওই চুক্তি বাতিল করা হতে পারে। সবশেষে তিনি জানান, পুরনো চুক্তি বাতিল হয়ে গেলে টেন্ডার ডেকে নতুন সংস্থা দায়িত্ব দেওয়া হবে। তবে ISL শুরু না হওয়া পর্যন্ত বিভিন্ন ক্লাবের ফুটবলাররা যে বেতন পাবেন না সে কথা একেবারে স্পষ্ট করে দেন শঙ্করানারায়ণ।