পাঠ্যবই থেকে বাদ দিতে হবে ডারউইনের বিবর্তনবাদ! বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ

Legal notice issued against Darwin theory of evolution in Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নবম এবং দশম শ্রেণীর পাঠ্যবই থেকে বাদ দিতে হবে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব। সেই মর্মেই এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ ধরিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। ওপার বাংলার সংবাদমাধ্যম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের যাতে আর চার্লস ডারউইনের বিবর্তনবাদ থিওরি পড়তে না হয় সেজন্যই বড় সিদ্ধান্ত ও দেশের শীর্ষ আদালতের।

নবম ও দশম শ্রেণীর শিক্ষা কারিকুলামে ডারউইনের তত্ত্ব অন্তর্ভুক্ত করা যাবে না

গত রবিবার, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর গুলিতে নোটিশ পাঠিয়ে নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার।

ওপার বাংলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারিস্টার সারওয়ার হোসেন বলেন, নবম এবং দশম শ্রেণীর শিক্ষা কারিকুলামে ডারউইনের বিবর্তনবাদ থিওরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আসলে প্রফেসর জাফর সাহেব করিয়েছিলেন। যা শেখ হাসিনার দল আওয়ামী লিগের শাসনকালে ইনক্লুড করা হয়েছিল।

আর এই ডারউইনের বিবর্তনবাদ নিয়েই বিগত দিনগুলিতে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। আলোচনা হয়েছে সংসদেও। এরপরই সাংবাদিকদের উদ্দেশ্য করে হোসেন দাবি করেন, পৃথিবীর কোথাও নবম এবং দশম পর্যায়ে ডারউইনের বিবর্তনবাদ পড়ানো হয় না! ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সহ অনেক দেশে মাধ্যমিক পর্যায়ে এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়নি।

কিন্তু বিবর্তনবাদ নিয়ে এত সমস্যা কীসের? সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বাংলাদেশ শীর্ষ আদালতের ব্যারিস্টার জানিয়েছিলেন, ডারউইনের এই বিবর্তনবাদ পড়ানো হলে পড়ুয়াদের কোমল মস্তিষ্কে চাপ বাড়ে। আর সেজন্যই ক্যামব্রিজের শিক্ষা কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে তারা এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করেনি।

আর সেই সূত্র ধরেই জনস্বার্থে এডুকেশন সেক্রেটারি সহ সকলের কাছেই নোটিশ দিয়ে আমরাও আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে বিবর্তনবাদ পড়াব না। তা যাতে নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা না হয় তাও নিশ্চিত করতে হবে বলেই জানাল হোসেন।

অবশ্যই পড়ুন: এখনই জাতীয় শিবিরে যাবে না কোনও ফুটবলার! বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল, মোহনবাগানের

উল্লেখ্য, এদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই ব্যারিস্টার স্পষ্ট করে দেন, এমন নোটিশের পরেও যদি কেউ দেশে ডারউইনের বিবর্তনবাদ পড়ান কিংবা উপযুক্ত পদক্ষেপ না নেন সে ক্ষেত্রে আগামী দিনে আমরা আদালতের দ্বারস্থ হব। সবশেষ সুপ্রিম আইনজীবীর বক্তব্য ছিল, এই বিবর্তনবাদে বলা হয়েছে মানব জাতির সৃষ্টি বানর থেকে। কিন্তু ইসলাম ধর্ম বলে আমাদের জন্ম আদম ও হাওয়া থেকে।

Leave a Comment