প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহান্তে বা ছুটির দিনে ব্যস্ততার মাঝে খানিক স্বস্তি মিলতে দিঘা হয়ে ওঠে পর্যটকদের কাছে এক মিলনক্ষেত্র। তাইতো প্রতি বছর দিঘায় লাখ লাখ পর্যটক আসেন। সেক্ষেত্রে তাই পর্যটকদের জন্য দক্ষিণ পূর্ব রেল নিল এক অসাধারণ উদ্যোগ। যাত্রীদের সুবিধার জন্য এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া রুটে যে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল রেল, এবার সেই ট্রেন চলাচলের সময়সীমা ফের বাড়ানো হতে চলেছে।
পর্যটকদের জন্য বড় পদক্ষেপ রেলের
পূর্ব রেলের তরফে কিছুদিন আগেই পাঁশকুড়া-দিঘা রুটে চলাচলকারী বিশেষ লোকাল ট্রেনের সময়সীমা এক দফা বাড়ানো হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরিষেবা ২৫ জুলাই পর্যন্ত চালু থাকার কথা ছিল। কিন্তু যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছিল, ট্রেনটি ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন চলবে। ফলে ছুটির দিনে যারা দিঘা ভ্রমণে আসার পরিকল্পনা সার্থক হয়েছিল অনেকের। আর সেই সার্থকতায় দিঘা যাত্রা আরও সৌখিন এবং প্রাণবন্ত করে তুলতে ফের সময়সীমা বাড়ানো হল পূর্ব রেলের তরফে।
বিজ্ঞপ্তি প্রকাশ রেলের
গতকাল অর্থাৎ সোমবার, দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল দু’টির সময়সীমা পুনরায় চার সপ্তাহের জন্য বর্ধিত করা হয়েছে। জানা গিয়েছে এই ট্রেনটি আজ, মঙ্গলবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়সূচী মেনে চলবে। ০৮১১৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টার সময়ে পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়বে। এবং দীঘায় পৌঁছাবে সকাল ৯টা ২০ মিনিটে। আর, ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময়ে দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়া আসবে। শুধু দিঘা নয়, যে সমস্ত পর্যটক মন্দারমণি এবং তাজপুর যেতে চাইছেন তাঁরাও সুবিধা পাবেন।
আরও পড়ুন: বুলা চৌধুরীর পর এবার চুরি কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে! লুঠ সোনার গয়না সহ নগদ
প্রসঙ্গত, শনি-রবিবার এবং ছুটির দিনে দীঘা ভ্রমণের হিড়িক যেন বেড়েই চলেছে। তার উপর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর পর্যটকদের ভিড় যেন একলাফে বেড়েছে অনেকটাই। সেই কারণে অতিরিক্ত ভিড় সামাল দিতেই এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া রুটে ২টি স্পেশাল লোকাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। আগে সীমিত সময়ের জন্য চালু হলেও ট্রেনটির জনপ্রিয়তা দেখে সময়সীমা বাড়ানো হয়েছে। যা শুনে বেশ খুশি বাংলার সমুদ্রপ্রেমী মানুষেরা।