সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি শিয়ালদা-রানাঘাট রুটে চালু হয়েছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন (AC Local)। আর এই নতুন ট্রেনকে ঘিরে নিত্যযাত্রীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। হ্যাঁ, এখন যাত্রীদের অধিকাংশই ব্লগার। নিজের স্মার্টফোনে এই ট্রেন সফর ক্যামেরাবন্দি করতে ছাড়ছেন না কেউই। তবে সেই উচ্ছ্বাসই এবার আতঙ্কের রূপ নিল।
হ্যাঁ, ভিডিও তুলতে গিয়ে কয়েকজন যাত্রী বন্ধ কামরার ভিতরেই আটকা পড়ে গেলেন। আর তাতেই তৈরি হল দমবন্ধ পরিস্থিতি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেই ভিডিও নিয়ে এবার পূর্ব রেল মুখ খুলল। আসলে কী হয়েছিল ঐদিন?
কীভাবে ঘটেছিল ওই ঘটনা?
ভাইরাল ভিডিও মারফৎ জানা গিয়েছে, রানাঘাট থেকে এসি লোকাল ট্রেনটি সেদিন শিয়ালদা ঢুকেছিল নিয়মমাফিক। যাত্রীদের নামানোর পর সেটাকে নিয়ে যাওয়ার ছিল কারশেডে। আর সেই সময় কয়েকজন যাত্রী, যাদের মধ্যে কিছু ইউটিউবারও ছিল, তাঁরা ছবি ও ভিডিও তোলার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন।
তবে কারশেডে নিয়ে যাওয়ার সময় নিয়ম মেনেই ট্রেনের দরজা লক করা হয় আর এসিও বন্ধ করে দেওয়া হয়। আর এতেই অস্বস্তি বোধ করতে থাকেন যাত্রীরা। কেউ কেউ দাবি করছেন যে, তাঁরা জানলা দিয়ে বাইরে থাকা লোকজন এমনকি আরপিএফদের ডেকেও সাহায্য পায়নি। অবশেষে রেলের হেল্পলাইনে ফোন করে 20 মিনিট পর তাদেরকে উদ্ধার করা হয়।
ভাইরাল ভিডিও নিয়ে রেল কী বলল?
পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য সংযোগ আধিকারিক দীপ্তময় দত্ত বলেছেন, প্রথমত যাত্রীদের নামানোর পর ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়। আর সেই ট্রেনে ওঠা দন্ডনীয় অপরাধ। এ ধরণের ঘটনা রেকর্ডে নেই। কিন্তু খবর পাওয়ার পর রেল আরও সতর্ক হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ কারশেডগামী ট্রেনে উঠতে না পারে, তার জন্য নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে।
এদিকে পূর্ব রেল দাবি করছে যে, শিয়ালদা পৌঁছনোর পর মাইকিং করে যাত্রীদেরকে নেমে যাওয়ার জন্য ঘোষণা করা হয়েছিল। তবে তারা আচমকাই ওই ট্রেনে উঠে পড়েছিল ভিডিও করার জন্য। আর তাতেই বিপাক বাড়ে।
আরও পড়ুনঃ ভারতকে টপকে চিনের হাতেই তিস্তা মহাপরিকল্পনার দায়িত্ব দিলেন ইউনূস, উদ্বেগ বাড়ল নয়া দিল্লির
উল্লেখ্য জানিয়ে রাখি, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেল শিয়ালদা ও রানাঘাটের মধ্যে প্রতিদিন আপ ও ডাউনে একবার করে এসি লোকাল চালাচ্ছে। সকাল 8:29 মিনিটে রানাঘাট থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদায় পৌঁছয় সকাল 10:10 মিনিটে। ওদিকে সন্ধ্যা 6:50 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছয় 8:32 মিনিটে। আর এই ট্রেনটি দাঁড়ায় বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদা স্টেশনে।