সারদা কাণ্ডে বিরাট রায়! ১২ বছর পর তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী

Saradha Chit Fund Case

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। আর আজ অর্থাৎ মঙ্গলবার, ব্যাঙ্কশাল আদালতে সেই মামলার প্রথম রায়দান দেওয়া হল। আর তাতেই মিলল বড় স্বস্তি। জানা গিয়েছে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ২০১৩ সালে রাজ্য সরকার যে মামলা করেছিল সেই তিনটি মামলায় বেকসুর খালাস করা হল সারদা মামলার দুই মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে, আর সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শুরু হল হই হট্টগোল।

বেকসুর খালাস সুদীপ্ত ও দেবযানী

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার আদালতের তরফে জানানো হয় যে, এই মামলায় কলকাতা পুলিশ সারদা মামলার দুই মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণ করতে পারেনি। এমনকি সরকার পক্ষের দিকে ৫০ জন সাক্ষী ছিলেন। সেক্ষেত্রে মাত্র ১৫ জনকে পাওয়া যায়। তাদের সাক্ষ্যে জালিয়াতি ও প্রতারণার অভিযোগও প্রমাণ হয়নি। সেই কারণেই বেকসুর খালাস করা হল সুদীপ্ত ও দেবযানীকে। এদিন রায় ঘোষণার পরে তৃপ্তির হাসি দেখতে পাওয়া যায় সুদীপ্ত ও দেবযানীর মুখে। তবে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তাঁরা।

এখনই জেলমুক্তি নয়

সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে মোট ২৫০টি মামলাই রয়েছে রাজ্যের করা। এর মধ্যে ২১৪টি মামলায় জামিন পেয়েছেন তাঁরা। বাকি মামলায় জামিন পাননি। এ ছাড়া দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র মামলাও রয়েছে। ফলে এদিন বেকসুর খালাস হওয়ার পরও দুজনকেই জেলে থাকতে হবে। দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে ও সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। এমতাবস্থায় সারদার কেলেঙ্কারি মামলায় রায় নিয়ে রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।

আরও পড়ুন: দিঘা পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল দক্ষিণ-পূর্ব রেল

উল্লেখ্য ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়, শেষে ওই বছরই ২৩ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাঁদের। জেলে থাকাকালীন যৌথ জেরা হয় তাঁদের। একসময় সঙ্গী দেবযানীর বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সারদা কর্তা সুদীপ্ত সেন, তাই পরে তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মামলা রুজু করে। পাশাপাশি ইডি এবং সেবি-ও সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

Leave a Comment