‘রাজস্থানে মাসে ৭৫ হাজার কামাই, শ্রমশ্রী না দিয়ে কাজ দিন!’ পরিযায়ীর ভিডিও পোস্ট তরুণের

Viral Video

প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্য থেকে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু প্রকল্প চালু করার জোর জল্পনা চলছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। গতকাল অর্থাৎ সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মতোই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা দেওয়ার পাশাপাশি মিলতে চলেছে একাধিক সুবিধা। কিন্তু সেই উদ্যোগকে আদতে ‘নির্বাচনী প্রচার’ বলেই কটাক্ষ বিরোধী দল সহ একাধিক নাগরিক। এমতাবস্থায় পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী নিয়ে মমতাকে প্রশ্নবাণ ছুঁড়লেন রাজস্থানের বাঙালি পরিযায়ী শ্রমিক। ভাইরাল সেই ভিডিও

ভাইরাল ভিডিও

সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে একজন রাজস্থানে বসবাসকারী বাঙালি পরিযায়ী শ্রমিক মমতার চালু করা ‘শ্রমশ্রী’ নিয়ে একাধিক প্রশ্নবাণ তুলে ধরেছেন। তিনি সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভনন্দন জানিয়ে বলেছিলেন, ”শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫০০০ টাকা দিচ্ছেন, অর্থাৎ বছরে মিলছে ৬০ হাজার টাকা কিন্তু আপনি যদি নির্বাচনে হেরে যান তাহলে পড়ে সেই টাকা কে দায়িত্ব নিয়ে দেবে?” এখানেই শেষ নয়, এদিন তিনি আরও বলেন যে, “যেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থানে মাসে ৭৫ হাজার টাকা ইনকাম করছে পরিবারের সদস্যরা, সেখানে পশ্চিমবঙ্গে গেলে মাসে মাত্র ১৫ হাজার টাকায় কোন উপকার হবে তাঁদের? তাই সেক্ষেত্রে ভাতা না দিয়ে বরং যোগ্যতা অনুযায়ী কাজ দিন। ”

শ্রমিকদের কাজ দেওয়ার দাবি বিজেপি নেতার

এদিন সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির এই পোস্ট ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক কটাক্ষ। এমনকি তরুণজ্যোতি তিওয়ারি নিজে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, “মুখ্যমন্ত্রীর নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্প আসলে একটা ভাঁওতা। যে শ্রমিকরা দূর রাজ্যে গিয়ে ঘাম ঝরিয়ে সংসার চালাচ্ছে, তাদের ফিরিয়ে আনার জন্য সামান্য ভাতা ঘোষণা করলেই চলবে না। শ্রমিকরা ভিক্ষা চায় না, কাজ চায়।” অনেকেই ওই ব্যক্তির সপক্ষে কথা বললেও আবার অনেকে তৃণমূলকে সমর্থন করে একাধিক মন্তব্য করেছেন। এর আগে ভাইরাল হওয়া এই ব্যক্তি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের রটনা নিয়েও মুখ খুলেছিলেন।

আরও পড়ুন: সারদা কাণ্ডে বিরাট রায়! ১২ বছর পর তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী

উল্লেখ্য, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা নয়া প্রকল্প ঘিরে নানা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি এই উদ্যোগকে আদতে ‘নির্বাচনী প্রচার’ বলেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “এই ভাতা আদতে চলবে মাত্র ৬ মাস। কারণ ভোটের পর তা বন্ধ হয়ে যাবে।” তাঁর আরও দাবি, ”শুধু ঢপবাজি মেরে, টুপি পরাতে চলছেন মমতা। ৫ হাজার টাকায় কিছু হয় না। যারা রোজ ৫ হাজার টাকা রোজগার করেন, তারা এই টাকা ছুড়ে ফেলে দেবেন।”

Leave a Comment