বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ থেকে এসে জাল ভোটার ও আধার কার্ড বানিয়ে বাংলায় বসবাস করছেন এমন উদাহরণ অহরহ। সম্প্রতি শান্তা পাল নামক এক বাংলাদেশী অভিনেত্রীও একই পথ ধরে জাল পরিচয় পত্র বানিয়ে শহর কলকাতায় সম্পত্তি কিনেছিলেন।
শুধু তাই নয়, এক ভারতীয় যুবককে ডিজিটাল বিয়ের দাবিও করেছিলেন ওপার বাংলার ওই মডেল ওরফে অভিনেত্রী। এবার সমগোত্রীয় না হলেও একইভাবে বাংলাদেশ থেকে এসে ভুয়ো পরিচয় পত্র বানিয়ে বাংলার মাটিতে সব রকম সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগ উঠল সাদিক মন্ডল নামক এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে।
অভিযোগ উঠছে, বাংলাদেশ থেকে এসে জাল পরিচয় পত্র বানিয়ে শ্বশুরকে বাবা সাজিয়ে উত্তর 24 পরগনার বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক পঞ্চায়েত অফিসে চাকরি করছিলেন ওই যুবক। বিজেপির অভিযোগ, সাদিক বাংলাদেশ থেকে ভারতে এসেই তাঁর শশুরকে বাবা হিসেবে দেখিয়ে এই চাকরি জুটিয়ে ছিলেন। গোটা ঘটনায় বনগাঁ BDO-র কাছে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।
বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
এবিপি আনন্দের রিপোর্ট অনুযায়ী, বনগাঁর বিজেপি শিবির দাবি করছে, বনগাঁর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেক্টর কন্ট্রোল দলের সদস্য ছিলেন সাদিক মন্ডল নামক ওই বাংলাদেশি। গেরুয়া নেতা কর্মীদের একটা বড় অংশের দাবি, ওই যুবক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতেই অসাধু চক্রের হাত ধরে জাল পরিচয় পত্র বানিয়ে ফেলেন। তারপরই শশুরকে বাবা হিসেবে দেখিয়ে বনগাঁর গ্রাম পঞ্চায়েত অফিসে চাকরির জন্য আবেদন করেন।
পরবর্তীতে ওই আবেদনের ভিত্তিতে, সাদিককে চাকরিতে নিয়োগ করা হয়। যদিও এই ঘটনার নেপথ্যে তৃণমূলের যোগ রয়েছে বলেই দাবি বিজেপির। এদিকে সাদিক মন্ডলকে নিয়ে বিজেপির ওই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
অবশ্যই পড়ুন: মোবাইল থেকে লটারি কেটেছিলেন শিক্ষক, হাতে নেননি টিকিট! ফল ঘোষণা হতেই …
উল্লেখ্য, গেরুয়া শিবির দাবি করছে, বনগাঁর বাসিন্দা ওহিদুল মণ্ডল আদতে ওই বাংলাদেশি যুবকের শশুর। তাঁকেই বাবা হিসেবে দেখিয়ে সমস্ত বেআইনি কাজকর্ম চালাচ্ছিল ওপার বাংলার ওই যুবক। এদিকে বিজেপি শিবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জানিয়েছেন, তিনি অবিবাহিত। তাঁর পরিবারের সকলে বনগাঁর পারশিমুলিয়া গ্রামের বাসিন্দা।