বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে কামব্যাক সিরিজের আগেই বড় ঝটকা খেলেন দুই ভারতীয় মহা তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সদ্য সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
তবে সবচেয়ে অবাক করা বিষয়, সেই তালিকায় নাম নেই ভারতের দুই নামজাদা খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলির। যেখানে গত ICC তালিকায় ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম 5 এ জায়গা পেয়েছিলেন এই দুই তারকা। সেই পর্বে দাঁড়িয়ে, নতুন র্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়লেন রোকো জুটি।
কেন বাদ পড়লেন দুই মহাতারকা?
রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহের ওয়ানডে র্যাঙ্কিং লিস্টে শীর্ষ 5 এ জায়গা পেয়েছিলেন রোহিত এবং কোহলি। একদিকে 756 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন শর্মা, অন্যদিকে 736 পয়েন্টে বিরাট কোহলির জায়গা হয়েছিল চতুর্থ স্থানে। তবে 19 আগস্ট প্রকাশিত ICC ওয়ানডে র্যাঙ্কিং তালিকায় দেখা মিলল না রোহিত, বিরাটের নাম। কিন্তু কেন?
দুই ভারতীয় মহাতারকা কেন ICC ওয়ানডে তালিকা থেকে বাদ পড়েছেন তা জানতে হলে প্রথমে জানতে হবে নিয়ম সম্পর্কে। আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম বলে, একজন ক্রিকেটার কেবল তখনই ওয়ানডে র্যাঙ্কিং লিস্ট এর শীর্ষ 100 নম্বরে স্থান পান না যদি তারা অবসর নেন কিংবা 9 থেকে 12 মাসের মধ্যে কোনও ওয়ানডে ম্যাচ না খেলেন।
সেক্ষেত্রে দুই নিয়মই রোহিত, বিরাটের জন্য অক্ষুণ্ন রয়েছে। দুজনেই ওয়ানডে ক্রিকেটে বহাল এবং 6 মাস আগেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন। তাহলে কেন বাদ পড়ল দুই ক্রিকেটারের নাম? হিন্দুস্থান টাইমসের রিপোর্ট বলছে, ICC ওয়ানডে র্যাঙ্কিং লিস্ট থেকে রোহিত এবং বিরাটের নাম বাদ পড়ার নেপথ্যে থাকতে পারে প্রযুক্তিগত ত্রুটি। সে বিষয়ে খুব শীঘ্রই নতুন আপডেট দিতে পারে ICC।
অবশ্যই পড়ুন: আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তবে…! বন্ধু ভারতের জন্য বড় ঘোষণা রাশিয়ার
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে নতুন ওয়ানডে র্যাঙ্কিং লিস্ট প্রকাশ্যে এসেছে তাতে একেবারে শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল। তাঁর প্রাপ্ত স্কোর 784। অন্যদিকে 739 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। এছাড়াও প্রথম দশের তালিকায় 704 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার।