দুর্গাপুরে গুঁড়িয়ে দেওয়া হল ৭০ বছরের পুরনো মাদ্রাসা! তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মুসলিমদের

Duragapur

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের! ডিভিসির নতুন কারখানা প্রতিস্থাপনের এই সিদ্ধান্তে চরম ক্ষোভে স্থানীয় মুসলিমরা। জানা গিয়েছে, একাধিকবার স্থানীয় তৃণমূল নেতাদের অনুরোধ করা হলেও বিকল্প পথ হিসাবে তারা কোনরকম সাহায্য করতে পারেনি। এর আগেও পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল, কিন্তু সেই অনুরোধ তোয়াক্কা না করেই ভুলডোজার দিয়ে ভাঙা হলো মাদ্রাসা।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরে DTPS কলোনির ৭০ বছর পুরনো মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। রাজ্যের শাসকদলের স্থানীয় নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা। অভিযোগ উঠেছে যে দুর্গাপুরে থার্মাল পাওয়ার স্টেশন DTPS কলোনি ভেঙে দিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ের ৮০০ মেগা ওয়াটের সুপারিশ করে ক্রিটিক্যাল ইউনিট তৈরি করার কথা ইতিমধ্যেই সুপারিশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর সেই কাজ করতে এবার ডিটিপিএস কলোনির মধ্যে থাকা মাদ্রাসা ভেঙে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

তৃণমূলের প্রতি ক্ষোভ মুসলিমদের

DTPS কলোনির বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই মাদ্রাসা না ভেঙে অন্য কোনো বিকল্প রাস্তা খোঁজার জন্য স্থানীয় তৃণমূল নেতাদের জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, “ সবচেয়ে জঘন্য কাজ করেছে তৃণমূল। প্রত্যেক মন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল মাদ্রাসা না ভাঙার, কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি। এদিকে ভোট হলে সবাই ভোট দেওয়ার জন্য দুয়ারে দুয়ারে যায়, কিন্তু এই বেলায় কেউ আসেনি। আমরা খুবই দুঃখিত, এর শেষ দেখে ছাড়ব। ”

কী বলছেন বিজেপি নেতা?

স্থানীয় তৃণমূল নেতা আব্দুল মালিক কুরেশী দুর্গাপুরে মাদ্রাসা ভাঙার প্রসঙ্গে জানিয়েছেন যে, “ বিক্ষোভকারী স্থানীয়রা অভিযোগ করছে যে দল কিছু দেখছে না কিন্তু আদতে তা নয়, দল সব রকমেরই ব্যবস্থা করে চলেছে প্রতিনিয়ত কিন্তু শেষ মুহূর্তে কোনরকম কোন উপায় পাওয়া যায়নি। আমি নিশ্চিত দল নিশ্চয়ই কোন না কোন ব্যবস্থা ঠিকই নেবেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে নিয়েই চলতে পছন্দ করেন।” এই প্রসঙ্গে পাল্টা দাবি জানিয়েছেন বিজেপি নেতার লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, “কোন ধর্মের স্বার্থে বা কোন ধর্মের বিরুদ্ধে এই কাজ করা হয়নি। শুধুমাত্র কর্মসংস্থানের উদ্দেশ্যে এবং বেকারত্বের হার কমানোর জন্য কারখানা প্রতিষ্ঠান করা হতে চলেছে।”

আরও পড়ুন: গুজরাতে স্কুলের মধ্যেই ছাত্রকে কুপিয়ে খুন আরেক পড়ুয়ার! গ্রেফতার নাবালক

প্রসঙ্গত, কয়েক মাস আগে দুর্গাপুরে ডিটিপিএস কারখানার সম্প্রসারণের জন্য ডিভিসি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছিল। এমনকি পুরো বস্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলেও মাদ্রাসা ভাঙতে গিয়ে বুলডোজার বাধা পায়। সেই সময় আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল আগে মাদ্রাসা তৈরির জন্য বিকল্প জায়গা দেওয়া হোক তারপরে ভাঙতে দেওয়া হবে। এবার এই নিয়েই উত্তেজনা ছড়ায় এলাকায়। আর এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

Leave a Comment