ভাদ্রতেও তুমুল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে! সঙ্গে ঝোড়ো হওয়া, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর ভরা শ্রাবণে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গে, তার উপর ছিল সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তবে ইতিমধ্যে শ্রাবণ পেরিয়ে ভাদ্র শুরু হলেও এখনও দমেনি বৃষ্টি, একের পর এক নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য ক্রমেই সকাল সন্ধ্যা বেড়েই চলেছে বৃষ্টি। আশঙ্কা করা যাচ্ছে সে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে গত মঙ্গলবার দুপুরেই বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ওডিশার গোপালপুরের কাছে ল্যান্ডফল করেছে। এবং গতকাল, বুধবার সেই নিম্নচাপ ছত্তিসগড়ে ঢুকে ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার ফলে আজ বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। এমনকি সেই বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভাসবে উত্তরবঙ্গেরও একাধিক জেলা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকাল থেকেই নাকি বৃষ্টির দাপট বাড়বে। বইবে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। তার উপর সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভান্ডার নয়, বাঁধ চাই!’ TMC সাংসদকে জুতোর মালা পরানোর হুমকি দিনহাটার মহিলাদের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের পাশাপাশি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝোড়া হাওয়া। সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে।

Leave a Comment