সহেলি মিত্র, কলকাতাঃ নীলগিরি মাউন্টেন রেলওয়ে (Nilgiri Mountain Railways) ভারতের এক দারুণ সম্পদ যা আপনাকে এক আলাদাই অনুভূতি দেবে। যারা ঘুরতে ভালোবাসেন তাঁদের বাকেট লিস্টে উটি-র মতো সুন্দর জায়গা তো থাকবেই থাকবে। এখানে ঘুরতে এসে আপনার চোখ রীতিমতো ধাঁধিয়ে যাবে। এখানকার পাহাড়, ল্যান্ডস্কেপ, সবুজের সমাহার আপনাকে মুগ্ধ করবে। ঠিক যেমন মুগ্ধ করবে এখানকার টয় ট্রেন পরিষেবা। আজ আপনাদের উটি থেকে মেট্টুপালায়াম রুটের টয় ট্রেনের ট্র্যাক সম্পর্কে তথ্য দেব যা আপনাকে অবাক করবে।
ভারতের এক অনন্য রেলওয়ে ট্র্যাক
এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে-র অন্তর্গত উটি থেকে মেট্টুপালায়াম রুটের টয় ট্রেনের ট্র্যাক আপনি ভারতের অন্য কোনও জায়গায় দেখতে পাবেন না। এই রুটে আপনি এক বিশেষ ধরণের ট্র্যাক দেখতে পাবেন যাকে বলা হয় র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম। এই ট্র্যাকটি অনেকটা মানুষের দাঁতের মতো দেখতে। আবার অনেকে এটিকে চেনের মতো দেখতেও বলে থাকেন। এখন নিশ্চয়ই ভাবছেন এই রেলওয়ে ট্র্যাকের কাজ কী?
নজির গড়ল নীলগিরি মাউন্টেন রেলওয়ে
এই রেলওয়ে ট্র্যাকের কাজ অপরিসীম। ট্রেনের যাত্রীদের জীবন রক্ষা করার দায়িত্ব যে রেলের সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেখানে এই রুটের রাস্তাটি অনেকটাই উঁচু নিচু। দেখলে মনে হবে একদম সুইৎজারল্যান্ড। আর ট্রেনের যাতে এই চড়াই উতরাই করতে যাতে অসুবিধা না হয় সেজন্য র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেমটি বসানো রয়েছে। এই সিস্টেমে রেলের মধ্যিখানে দাঁতযুক্ত রেল (র্যাক) স্থাপন করা হয় এবং ইঞ্জিনে লাগানো গিয়ার (পিনিয়ন) তার সাথে সংযুক্ত হয়ে ট্রেনকে খাড়া চড়াইয়ের ওপর উঠতে এবং ঢালুতে নিরাপদে নামতে সাহায্য করে।
আরও পড়ুনঃ মাত্র ২০০ মিটার! ভারতের সবথেকে ছোট স্টেশন এটিই, রয়েছে ভরপুর খনিজ ও প্রাকৃতিক সৌন্দর্য
এই প্রযুক্তি নীলগিরির বিপজ্জনক এবং তীক্ষ্ণ ঢালগুলোর ওপর ট্রেনকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই উটি দক্ষিণ ভারতের একটি বিখ্যাত এবং পর্যটকদের প্রিয় স্থান। তামিলনাড়ুর একটি হিল স্টেশন উটির সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসেন।