৪০ কিমি বেগে হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ২ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কাই সত্যি হল আবহাওয়াবিদদের। ফের একবার ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু জায়গায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এর জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। আগামী শুক্রবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও নতুন করে দুর্যোগ শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। তাহলে চলুন জেনে নেবেন আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ বৃহস্পতিবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। এদিন ভারী বর্ষণের (৭-২০ সেমি) জন্য সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার থেকে তুমুল দুর্যোগ কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাবেন দক্ষিণবঙ্গবাসী। এদিন মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বর্ষণ নামবে। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। টানা ২৫ আগস্ট অবধি দুর্যোগ বিরাজ করবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের কথা বললে, শুক্রবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলায়। বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে হাওয়া চলবে।

Leave a Comment