প্রীতি পোদ্দার, কলকাতা: সোনা-দানা ছেড়ে এবার লবণ চুরি! তাও আবার ভদ্রলোকের বেশে চারচাকা গাড়ি করে, ঘটনাটি আজব মনে হলেও এটাই সত্যি! পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) লবণ চুরি ঘটনা নিয়ে রীতিমত উত্তাল পরিস্থিতি এলাকা জুড়ে। দোকানের সামনে রাখা পাঁচটি নামি ব্র্যান্ডের লবণের বস্তা চুরি করে নিয়ে যাওয়ায় ক্ষতির মুখে মুদি দোকানের মালিক। দোকানের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চিন্তিত এলাকাবাসীও।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার, পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নিভুজি মোড়ে এক মুদি দোকানে বস্তা বস্তা লবণ চুরির ঘটনা ঘটে। আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ সেখানকার স্থানীয় বাসিন্দা পীযূষ মন্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, দোকানের সামনে হঠাৎ হাজির হয় একটি চারচাকা গাড়ি। তাতে ছিল তিনজন। কিন্তু গাড়ি থেকে নামে দু’জন। তারা চারপাশে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর মুহূর্তের মধ্যেই দোকানের সামনে রাখা একটি নামী কোম্পানির পাঁচ বস্তা লবণ গাড়িতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
ক্ষতির মুখে ব্যবসায়ী
কালনার নিভুজি মোড়ে মুদি দোকানের ঘটনায় দোকানের মালিক পীযূষ মণ্ডল এদিন সকালে দেখেন, দোকানের সামনে রাখা পাঁচটি দামী ব্র্যান্ডের নুনের বস্তা উধাও। তারপরই সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে এই ভয়ংকর দৃশ্য উঠে আসে। এরপরেই কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পীযূষ। তাঁর অভিযোগ, নামী কোম্পানির লবণের এক বস্তার দাম ১৩৭০ টাকা। ফলে প্রায় সাত হাজার টাকার লবণ নিয়ে পালিয়েছে চোরেরা। দোকানের মালিক পীযূষ মণ্ডল জানিয়েছেন, ওই নামী লবণের পাশে আরও একটি কোম্পানির লবণ ছিল। সেই লবণেরও দাম বস্তা পিছু ছিল ৬০০ টাকা। সব মিলিয়ে বিপুল ক্ষতি হয়েছে মালিকের।
আরও পড়ুন: দুর্গাপুরে গুঁড়িয়ে দেওয়া হল ৭০ বছরের পুরনো মাদ্রাসা! তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মুসলিমদের
প্রসঙ্গত, কালনার এই চুরির ঘটনা সামান্য চুরি এবং হাস্যকর হিসেবে দেখছেন না স্থানীয়রা। কারণ এর আগে আরও দুটি লবণ চুরির খবর উঠে এসেছে কালনা থেকে। কিছুদিন আগে কালনার জিউধারা একচাকা মোড় এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ায়ও একইভাবে লবণ চুরির ঘটনা ঘটে। সেক্ষেত্রে কমন বিষয়টি হল প্রতিবারই চুরি করার সময় চোরেরা চার চাকার গাড়ি ব্যবহার করে এবং শুধু ওই নামী কোম্পানির লবণ চুরি করে। আর তাই নিয়ে এবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।