কলকাতা মেট্রোর লাগেজ রুলসে পরিবর্তন, এবার থেকে বড় ব্যাগে দিতে হবে অতিরিক্ত চার্জ

kolkata metro luggage rules

সহেলি মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন। তবে এসবের মাঝেই এবার মেট্রো কর্তৃপক্ষের এক পদক্ষেপে মাথায় হাত পড়ল নিত্যযাত্রীদের। আসলে এবার বিমানবন্দর অবধি মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের কাছে বড় ব্যাগ থাকা স্বাভাবিক ব্যাপার। অনেকে এখন মেট্রোতে করে বিমানবন্দর যেতে চাইবেন। এহেন পরিস্থিতিতে এবার ভারী লাগেজের (Kolkata Metro Luggage Rules) জন্য হয়তো অতিরিক্ত টাকা গুনতে হতে পারে যাত্রীদের।

অতিরিক্ত লাগেজের জন্য গুনতে হবে বেশি টাকা

TOI-র রিপোর্ট অনুযায়ী, মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো যাত্রীদের সুবিধার্থে এখন স্যুটকেস বহন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে একটা প্রোটোকল অনুযায়ী মেনে চলতে হবে যাত্রীদের। নির্দিষ্ট সীমার বাইরে যদি এই ধরুন বড় বা অতিরিক্ত আকারের লাগেজ যদি বহন করেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হবে যাত্রীদের।

আরও পড়ুনঃ ফের দরপতন সোনার, ২৪৫০ টাকা কমল রুপোর দরও! আজকের রেট

কলকাতা মেট্রোর ৮ কামড়ার রেকে সাধারণতও স্টোরেজের জন্য কোনও নির্দিষ্ট জায়গা নেই৷ যাত্রীরা নিজেদের ব্যাগ নিজেদের সঙ্গেই রাখেন৷ এবং যেহেতু এতদিন মেট্রোয় যাত্রা করে শহরের মধ্যেই যাতায়াত করতেন শহরবাসী, তাই ভারী লাগেজ নেওয়ার তাগিদও ছিল না৷ তবে এবার বিমানবন্দর অবধি এই পরিষেবা শুরু হচ্ছে। ফলে বিমান ধরার জন্য কম খরচে এখন অনেকেই মেট্রোতে উঠবেন। সেক্ষেত্রে যদি বিশাল বড় স্যুটকেস বা অতিরিক্ত লাগেজ নিয়ে মেট্রোতে ওঠেন কোনও যাত্রী সেক্ষেত্রে তাঁকে বেশি টাকা গুনতে হবে।

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা কারও যাত্রা নষ্ট করতে চাই না। যারা বিমান ধরতে যাচ্ছেন তারা সাধারণত একাধিক স্যুটকেস বা ব্যাগ বহন করেন না, যদি তারা মেট্রোতে বিমানবন্দরে যাতায়াত করতে চান। বিমানবন্দর মেট্রো স্টেশনে আসা বা আসা-যাওয়া করলে তিনটি করিডোরের (ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইন) কোনও স্টেশনেই কাউকে থামানো হবে না। যদি কারও কাছে একাধিক ব্যাগ বা অতিরিক্ত লাগেজ থাকে, তাহলে তাকে ফি দিতে হবে।”

Leave a Comment