বিক্রম ব্যানার্জী, কলকাতা: হায় বাংলাদেশ! এবার বিমানের চাকা চুরির ঘটনা ঘটলো ওপার বাংলায়। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি নিউজ 24 এর প্রতিবেদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী তাদের বিমানে ব্যবহৃত 10টি চাকা চুরি করে এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে হস্তান্তর করেছেন বলেই অভিযোগ।
সেই মতোই, এবার বিমানের চাকা চুরির ঘটনায় এয়ারলাইন্স কোম্পানির তরফে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে। জানা যাচ্ছে, গত সোমবার ওই বিমানের সহকারি ব্যবস্থাপক মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় একটি জেনারেল ডায়রি করান। সেই মতো এবার শুরু হয়েছে তদন্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দর থানা
ওই প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিমানের দশটি চাকা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার। তাঁর বক্তব্য, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ব্যবহৃত 10টি চাকা চুরির অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে। সেই মতোই দায়ের করা হয়েছে জিডি। তদন্ত শুরু হয়েছে, পুলিশ আইন মেনে ব্যবস্থা নিচ্ছে।
কোটি টাকার ক্ষতি হল বাংলাদেশ এয়ারলাইন্সের!
বিমানের চাকা চুরির ঘটনায় বাংলাদেশ এয়ারলাইন্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানের যে চাকাগুলি চুরি হয়েছে তার একেকটির দাম 5 হাজার থেকে 15 হাজার ডলার। সেই হিসাব ধরেই ওই কর্মীর অনুমান, অন্তত কোটি টাকা মূল্যের চাকা বেসরকারি বিমান সংস্থার কর্মীর কাছে বিক্রি করে দিয়েছেন ওই দুই কর্মকর্তা। সবশেষে ওই কর্মকর্তা জানান, বিমানের ওই চাকাগুলি ব্যবহার করা হয়েছিল। পরে সেগুলিকে হ্যাঙ্গারে অকশন শেডে রাখা হয়েছিল। ইতিমধ্যেই চুরির ঘটনায় ওই দুই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
অবশ্যই পড়ুন: বড় সিদ্ধান্ত রাহানের, এই দলের অধিনায়কত্ব ছাড়লেন ভারতীয় তারকা
উল্লেখ্য, গত সোমবার বাংলাদেশ বিমানবন্দর থানায় একটি জিডি করেন বিমানের সহকারি ব্যবস্থাপক মোশারেফ হোসেন। তবে অবাক করা বিষয়, ওই জিডিতে চুরির বিষয় উল্লেখ করা হয়নি। বরং জানানো হয়েছিল, অকশন শেড থেকে চাকাগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলা বাহুল্য, সম্প্রতি বাংলাদেশের একাধিক বিমানে সমস্যা দেখা দেওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল, আর এরই মাঝে এবার চুরি গেল বিমানের দশ-দশটি চাকা।