মহিলা নয়, ৪ বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন পুরুষ! অবাক কাণ্ড বাদুড়িয়ায়

Lakshmir Bhandar

প্রীতি পোদ্দার, কলকাতা: মহিলা না হয়েও প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! কীভাবে সম্ভব? খোঁজ করতেই চক্ষু চড়কগাছ সকলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এ যাবৎ যে সকল জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। কিন্তু এবার সেই প্রকল্পেই টাকা প্রদান নিয়ে উঠে এল চাঞ্চল্যকর ঘটনা। মাত্র একটি সংখ্যার ভুলে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হলেন বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকার বাসিন্দা।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। জানা গিয়েছে সেখানকার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা বীথিকা দাস রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের একজন উপভোক্তা ছিলেন। কিন্তু দুই মাস আগেই মৃত্যু হয়েছে বীথিকার। আশ্চর্যের বিষয় হল লক্ষ্মীর ভান্ডারের আবেদন গৃহীত হলেও জীবিত থাকাকালীন তিনি একটা টাকাও পাননি। সরকার টাকা পাঠালেও সেই টাকা ঢুকত না তাঁর অ্যাকাউন্টে। বিগত, ৪৭ মাস ধরে এক মহিলা উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। এমনকী বীথিকাদেবীর মৃত্যুর পরেও এই প্রকল্পের টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে পড়ছে বলে অভিযোগ।

কী কারণে অ্যাকাউন্টে ঢুকছে না টাকা?

লক্ষ্মীর ভান্ডারের আবেদন গৃহীত হলেও কেন টাকা ঢুকছে না এই নিয়ে অভিযোগ জানানো হলে অবশেষে জানা যায় যে বীথিকা দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি নম্বরের গোলমালের কারণে এই পরিণতি। জানা গিয়েছে বীথিকা দেবীর অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৫। কিন্তু ভুলবশত লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের শেষ সংখ্যা দেওয়া রয়েছে ৬। তাই স্বাভাবিকভাবেই সেই টাকা ঢুকত দেবাশিস বাছাড় নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। বীথিকা দেবী সে কথা জানার পর বিডিও অফিসে দু’বার লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি।

মৃতার স্বামীর অভিযোগ

গোটা ঘটনায় মৃত বীথিকা দাসের স্বামী অজয় দাস দাবি করেছেন যে “তাঁর স্ত্রীর প্রাপ্য টাকা দেওয়া শীঘ্রই দেওয়া হোক।” পাশাপাশি তিনি আরও দাবি করেন যে, তাঁর স্ত্রী মারা যাওয়ার পরেও দেবাশিসবাবুর অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তা সরকারকে শীঘ্রই ফিরিয়ে দেওয়া হোক। এদিকে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে, সেই দেবাশিস বাছাড় প্রথমে টাকা পাওয়ার কথা অস্বীকার করলেও পরে টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন ”আগামী ফাল্গুন মাসেই সব টাকা ফিরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন: ভুয়ো OBC সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধান! তৃণমূলের কীর্তি ফাঁস করলেন শুভেন্দু

বাদুড়িয়ায় লক্ষ্মীর ভান্ডারের টাকা ভুল জায়গায় চলে যাওয়া নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বাদুড়িয়ার ব্লক আধিকারিক পার্থ হাজরা। তাঁর বক্তব্য, ”এই ব্যাপারে কিছু জানা নেই, এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।” এমনকি একই মন্তব্য করেন বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ হাজরা। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কিছু জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’

Leave a Comment