সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেন যাত্রীদের জন্য রইল সুখবর। এবার হাওড়া থেকে ছাড়বে বিশেষ ট্রেন। ইতিমধ্যে রুট ও সময়সূচী ঘোষণা করেছে পূর্ব রেল। আসলে সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। এই সময়ে জায়গায় জায়গায় পুণ্যার্থীদের ঢল নামে। এহেন পরিস্থিতিতে হাওড়া থেকে রামপুরহাটের (Howrah Rampurhat Special Train) উদ্দেশ্যে এক জোড়া স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল। কবে এবং কখন সেই ট্রেন ছাড়বে তা বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কৌশিকী অমাবস্যা মেলা উপলক্ষে হাওড়া থেকে চলবে বিশেষ ট্রেন
কৌশিকী অমাবস্যার সময়ে তারাপীঠে বিশাল পুজো হয়। আর সেই পুজো দেখতে সেখানে পুণ্যার্থীদের ঢল নামে। আর এই মেলা উপলক্ষে ট্রেন কিংবা বাসে রীতিমতো তিলধারণের জায়গা থাকে না। তবে আর চিন্তা নেই, এর কারণ মেলা উপলক্ষ্যে পুণ্যার্থী এবং যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এক জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল।
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ০৩০০১/০৩০০২ হাওড়া-রামপুরহাট-হাওড়া স্পেশাল হাওড়া এবং রামপুরহাটের মধ্যে টানা তিনদিন চলবে। এই ট্রেনগুলি আগামী ২২ আগস্ট, ২৩ আগস্ট এবং ২৪ আগস্ট অবধি চলবে। যাইহোক, ট্রেনের সময়সূচী দেখে নেবেন।
কখন ছাড়বে ট্রেন?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে ট্রেন নম্বর ০৩০০১ ভোর ৫:৪৫ মিনিটে ছাড়বে। এরপর সেটি রামপুরহাট গিয়ে পৌঁছাবে সকাল ৯:৪৫ মিনিট নাগাদ। যাত্রাকালে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া এবং রামপুরহাটে দাঁড়াবে। ফিরতি পথে ০৩০০২ ট্রেনটিও একই স্টেশনগুলিতে দাঁড়াবে। ট্রেনটি রামপুরহাট থেকে ছাড়বে সকাল ১১:৩২ মিনিট নাগাদ এবং সেটি হাওড়া ঢুকবে বিকেল ৩:৫৫ মিনিট নাগাদ। ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণীর কামরা ৮টি, এসএলআর ২টি মিলিয়ে মোট ১০টি কোচ থাকবে।