বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। সেই দলে স্বদেশীদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে সূর্য কুমার যাদবের কাঁধে। অন্যদিকে সূর্যর ডেপুটি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন শুভমন গিল।
তবে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও এশিয়া কাপের প্রথম ম্যাচের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে কোনও ইঙ্গিত আপাতত মেলেনি। এমতাবস্থায়, এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নিলেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
তবে আশ্চর্যের বিষয়, গাভাস্কার তাঁর প্লেয়িং 11 এ ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনকে রাখেননি। বদলে জায়গা পেয়েছেন ভারতের এক দাপুটে ব্যাটসম্যান। এছাড়াও বোলিং বিভাগে ভারতের শক্তিশালী বোলারদের বেছে নিয়েছেন গাভাস্কার। কেমন হল সান্নি পাজির প্রথম একাদশ?
গাভাস্কারের একাদশে ওপেনিং জুটি
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এশিয়া কাপের জন্য বেছে নেওয়া টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে অভিষেক শর্মা এবং সহ অধিনায়ক শুভমন গিলকে দায়িত্ব দিয়েছেন। গাভাস্কারের মতে, এই দুই ক্রিকেটার এশিয়া কাপে ভারতের হয়ে শুরুটা রাঙিয়ে দেবেন।
মিডল অর্ডারে কারা?
এশিয়া কাপের মঞ্চে ভারতের ওপেনিং জুটি হিসেবে শুভমন ও অভিষেককে বেছে নেওয়ার পাশাপাশি জাতীয় দলের মিডিল অর্ডারের দায়িত্বটা তিলক বর্মা, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়াদের উপর ছেড়েছেন সুনীল। এছাড়াও কিংবদন্তীর একাদশে 7 নম্বরে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল।
বোলিং বিভাগ
গাভাস্কার তাঁর এশিয়া কাপের একাদশে অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহকে ভারতীয় দলের পেস বিভাগের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে, স্পিনার হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একাদশের জায়গা হয়েছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের। বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্টে বারবার জাতীয় দলে কুলদীপের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই সব প্রশ্ন বানকে সামনে রেখেই এশিয়া কাপের জন্য বেছে নেওয়া একাদশে কুলদীপকে জায়গা দিলেন গাভাস্কার।
অবশ্যই পড়ুন: চিনকে ঠেকাতে ‘ভারতকে’ প্রয়োজন আমেরিকার! ট্রাম্পকে সতর্ক করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত
এশিয়া কাপের জন্য গাভাস্কারের বেছে নেওয়া ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, সূর্য কুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
SUNIL GAVASKAR PICKS HIS 11 FOR THE FIRST MATCH IN ASIA CUP. [Sports Today]
Gill, Abhishek, Tilak, Surya, Samson, Hardik, Axar, Kuldeep, Arshdeep, Bumrah, Varun. pic.twitter.com/Zs5NsdAZL6
— Johns. (@CricCrazyJohns) August 20, 2025