সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই আসছে দুর্গাপূজা ও দীপাবলির মরশুম। আর উৎসব মানেই অনলাইনে কেনাকাটার হিড়িক লেগে যায়। তবে সেই সুযোগে অ্যামাজন ইন্ডিয়া বিরাট নিয়োগের ঘোষণা করল। হ্যাঁ, মার্কিন ই-কমার্স সংস্থাটি জানিয়েছে যে, শুধুমাত্র এই উৎসব মরশুমেই তারা 1.5 লক্ষের বেশি নতুন কর্মসংস্থানের (Amazon Recruitment 2025) সুযোগ দেবে। তবে কারা এখানে আবেদন করতে পারবে, তা জেনে নিন আজকের প্রতিবেদনে।
কোন কোন জায়গায় হবে চাকরি?
অ্যামাজনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই নতুন নিয়োগ মূলত ফুলফিলমেন্ট সেন্টার, সোর্ট সেন্টার এবং লাস্ট-মাইল ডেলিভারি স্টেশনগুলিতে হবে। অর্থাৎ, যারা পণ্য সংরক্ষণ, বাছাই কিংবা গ্রাহকদের দরজায় পৌঁছে দেওয়ার মতো কাজে যুক্ত হতে চান, তাদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট অভিনব সিং বলেছেন, উৎসবের মট সময় আমাদের লক্ষ্য হবে দেশের প্রতিটি সার্ভিসযোগ্য পিন কোডে খুব দ্রুত ডেলিভারি দেওয়া। আর এই লক্ষ্য পূরণের জন্য আমরা লজিস্টিক ও ফুলফিলমেন্ট নেটওয়ার্কে 1.5 লক্ষের বেশি অতিরিক্ত কর্মী নিয়োগ করছি। অনেকেই উৎসবের শেষের পরেও আমাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে।
কোন কোন শহরে নিয়োগ করা হবে?
যদিও অ্যামাজনের জন্য তরফ থেকে জানানো হয়েছে যে, এবার 400-এর বেশি শহরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে রায়পুর, রাঁচি, কলকাতা, জলন্ধার, যোধপুর, জলগাঁও সহ বেশ কয়েকটি শহর রয়েছে।
উল্লেখ্য, শুধুমাত্র কর্মসংস্থান নয়, বরং অ্যামাজন এবার অন্তর্ভুক্তিকরণের দিকেও জোর দিচ্ছে। হ্যাঁ, এই কোম্পানির নেটওয়ার্কে ইতিমধ্যেই কয়েক হাজার হাজার মহিলা অ্যাসোসিয়েট এবং 2000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ নিযুক্ত হয়েছে। তাই সমস্ত প্রার্থীদের জন্যই এটি হতে চলেছে দারুণ সুযোগ।
আরও পড়ুনঃ ৩ বছর ধরে বন্ধ! কবে হবে দুর্গাপুরের পুরভোট? বড় আপডেট দিলেন ফিরহাদ হাকিম
অ্যামাজন নিচ্ছে স্বাস্থ্যসেবারও উদ্যোগ
তবে এই নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি অ্যামাজন একটি স্বাস্থ্য কর্মসূচিও চালু করেছে। হ্যাঁ, তারা দেশের বড় বড় শহরে 80 হাজারের বেশি ডেলিভারি অ্যাসোসিয়েটকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে বলে জানা গিয়েছে। ফলে শুধুমাত্র চাকরি নয়, বরং কর্মীদের শরীরের দিকেও নজর দিচ্ছে এই ই-কমার্স জায়ান্ট।