CPIM-র কার্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের ফর্ম ফিলাপ! অবাক কাণ্ড কুলডিহায়

Amader Para Amader Samadhan

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তারপরেই বছর ঘুরলে ২৬ এর বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। নিজেদের পায়ের তলার মাটি শক্ত রাখতে এখন থেকেই তাই ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই পরিস্থিতিতে দেখা গেল আরো এক উল্টো কাণ্ড। সিপিআইএমের কার্যালয়ে এবার জোর কদমে চলছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ফর্ম ফিল আপের কাজ।

CPIM-এর কার্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান!

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি স্বরূপ রাজ্যে গত ২ আগস্ট থেকে চালু করা হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটি। এ বারের প্রকল্পে সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে রাজ্য সরকার। তাই সেক্ষেত্রে সরকারের স্ট্র্যাটেজি হল রাজ্যের অনেক মানুষকে একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায়। আর এর মাধ্যমে তাঁর প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয়, তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এই পরিষেবা নিতে আগ্রহী হয়েছেন হাজারেরও বেশি মানুষ। জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এবার সিপিআইএম- এর কার্যালয়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটি।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘীর কুলডিয়ায় সিপিআইএমের কার্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ফর্ম পূরণ করা হচ্ছে। এদিন নবান্নের নির্দেশ অনুযায়ী দুর্গাপুরের কুলডিহায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করতে আসেন রাজ্যের শিল্প, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন জেলাশাসক পন্নমবলম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রকল্পের সমস্যা সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ঠিক সেই সময় পাশে থাকা সিপিআইএম কার্যালয় চলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ফর্ম ফিলাপ।

CPIM-কে কটাক্ষ শশী পাঁজার

এদিন কার্যালয়ে ফর্ম ফিলাপ করতে দেখা গেল সিপিআইএমের পঞ্চায়েত সদস্য সুনীল টুডু সহ আরও নানা সিপিআই এম কর্মীদের। এই প্রসঙ্গে সিপিএমের ২ নম্বর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের সমস্যার কথা আমরা শুনছি। কেউ কোনও ফর্ম নিয়ে এলে সেগুলো পূরণ করে দিচ্ছি।” এদিকে সিপিআইএমের এই মন্তব্যে পাল্টা খোঁচা দেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “সহযোগিতা করছে না অসহযোগিতা করছে তা আমার নজরে পড়েনি। তবে আমাদের সরকার মানুষের পাশে আছে মানুষের হয়ে কাজ করছে। আশা করি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে মানুষের ছোট ছোট সমস্যা দূর হবে।”

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়া হবে সহজ, হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন দিল রেল

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত “আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি” নিয়ে ক্রমেই রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন দেখা যাচ্ছে। এর আগে আউশগ্রামের ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যা শিউলি বাগদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ভূয়সি প্রশংসা করেছিলেন। যদিও দল সেই প্রশংসাকে বাঁকা নজরে দেখেছিল, তা নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি শাসকদলের একাংশ।

Leave a Comment