এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

Central sports ministry Makes huge decision on Asia Cup 2025 India Vs Pakistan Match report

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে আদৌ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই বহুবার উঠেছে এমন প্রশ্ন। যদিও ACC-র ঢাকা ভিত্তিক বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অংশগ্রহণের পরই একপ্রকার নিশ্চিত হয়ে যায় এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ।

তবে পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে দু’দেশের সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে তাতে ম্যাচ শুরু হওয়া না পর্যন্ত কোনও জল্পনাই বিশ্বাস করতে চাইছেন না সমর্থকরা। এদিকে একটা বড় অংশের ভারতীয় সমর্থক এশিয়া কাপে পাকিস্তানকে বয়কট করার দাবি তুলছেন।

এমতাবস্থায়, বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রীড়ামন্ত্রক! NDTV-র রিপোর্ট ও বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের সাথে কোনও রকম দ্বিপাক্ষিক প্রতিযোগিতা অনুমোদন করবে না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে জানা যাচ্ছে, আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলকে ছাড়পত্র দেওয়া হবে।

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিশ্চিত!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী 14 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং পাকিস্তানের। যদিও এশিয়া কাপের এই ম্যাচ নিয়ে প্রবল আপত্তি রয়েছে দেশের একটা বড় অংশের মানুষের। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের বেশিরভাগেরই দাবি, সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না। তাই এশিয়া কাপেও পাকিস্তানকে বয়কট করা হোক!

তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র দাবি করেছে, পাকিস্তানের প্রতি ভারত যে মনোভাব পোষণ করছে তা খেলার ক্ষেত্রেও বজায় থাকবে। এমনিতেও দুই দেশ কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, আগামীতেও খেলবে না। এরপরই ওই সূত্র দাবি করে, পাকিস্তানের ক্রীড়াবিদদেরও দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে এশিয়া কাপ যেহেতু বহুাপাক্ষিক খেলা, তাই আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

অবশ্যই পড়ুন: কমবে জীবন বিমা, স্বাস্থ্য বিমার খরচ! পুরোপুরি GST প্রত্যাহারের পথে কেন্দ্রীয় সরকার

উল্লেখ্য, সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের মঞ্চে পাকিস্তানকে বয়কট করেছিলেন ভারতীয় কিংবদন্তিরা। গ্রুপ পর্বের পাশাপাশি নকআউট পর্বের ম্যাচেও পাক দলের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন যুবরাজ সিং থেকে শুরু করে শিখর ধাওয়ান, হরভজন সিংরা। সেই সূত্র ধরেই অনেকে ভেবেছিলেন এশিয়া কাপেও পাকিস্তানকে বয়কট করবে ভারত। তবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সূত্র যা বলছে তাতে অন্য কোনও মঞ্চে একে অপরের মুখদর্শন না করলেও এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Leave a Comment