কাটেনি দুর্যোগ! দক্ষিণবঙ্গে দফায় দফায় তুমুল বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যজুড়ে ফের দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশ। যখন তখন ঝেঁপে নামছে বৃষ্টি, কিছুতেই দুর্যোগ পিছু ছাড়ছে না। তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার অশনি সংকেত বাংলায়। টানা বেশ কয়েকদিন জেলায় জেলায় জারি হল সতর্কতা। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বইবে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গতকাল অর্থাৎ বুধবারে নিম্নচাপ ছত্তিসগড়ে ঢোকার পরেই ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। কিন্তু আপাতত নিম্নচাপের জেরে কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা থাকার কারণে এক বা একাধিক জেলায় আগামী কয়েক দিন ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু তাই নয়, সঙ্গে বইবে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের মতো থাকবে। তাই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: CPIM-র কার্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের ফর্ম ফিলাপ! অবাক কাণ্ড কুলডিহায়

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও একবার একাধিক জেলায় বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment