ভারতের জন্য তৈরি হবে ব্যবসার নতুন বাজার! ট্রাম্পের শুল্ক বোমার সমাধান পেল দিল্লি

India-eurasia trade talks amid trump tariff war

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ভারতকে বহুবার নরমে গরমে বুঝিয়েছে আমেরিকা। তবে তাতে কাজ না হওয়ায় ক্ষমতা প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে বসেছেন মার্কিন শাসক। তাতে ভারত-আমেরিকা সম্পর্ক যে খুব একটা সুস্থ অবস্থায় নেই, সে কথা বলাই যায়।

এহেন আবহে, আমেরিকার 50 শতাংশ শুল্কের সমাধান সূত্র খুঁজে পেল ভারত। সম্প্রতি পুতিনের দূত দিল্লি সফরে এসে কড়া ভাবে বুঝিয়ে দিয়েছিলেন, আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে, তবে রাশিয়া বন্ধুর জন্য নিজস্ব বাজার খুলে দেবে। এবার সেই পথ ধরেই, ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়াল রাশিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভারত এবং রাশিয়ার নেতৃত্বে ইউরেশিয়া ব্লকের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেই মর্মে, বুধবার ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন মস্কোতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরুর আগে বিশেষ শর্তাবলীতে স্বাক্ষর করেছে।

ভারতের জন্য তৈরি হবে ব্যবসার নতুন বাজার!

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ইংল্যান্ডের সাথে একটি FTA স্বাক্ষর করেছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। আসলে আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের আবহে বাণিজ্যের জন্য নতুন বাজার খুঁজেছে নয়া দিল্লি। আর সেখানেও রাশিয়ার পূর্ণ সমর্থন পাবে ভারত।

বিশেষজ্ঞদের মতে, ইউরেশিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি ইংল্যান্ডের সাথে FTA চুক্তি ভারতের জন্য বাণিজ্যের নতুন বাজার খুলে দেবে। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার হবে এদেশের। বলা বাহুল্য, রাশিয়া ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং এই ব্লকের সাথে ভারতের মোট বাণিজ্যের 92 শতাংশেরও বেশি অংশের জন্য দায়ী।

এই প্রসঙ্গে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অজয় ভাদু এবং ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের বাণিজ্য নীতি বিভাগের উপ-পরিচালক মিথাইল চেরকায়েভ ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এফটিএ উভয় পক্ষের জন্য বিরাট অর্থনৈতিক বাজার তৈরি করবে। পাশাপাশি এই চুক্তির অধীনে ভারতীয় রপ্তানিকারকরাও একাধিক সুবিধা পাবেন। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, নতুন চুক্তিগুলি লুকিয়ে থাকা বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে।

ইউরেশিয়া কী?

ইউরেশিয়া আসলে একটি ভৌগোলিক এবং ভু রাজনৈতিক অংশ যা ইউরোপ এবং এশিয়া মহাদেশগুলিকে একটি সম্মিলিত ভৌগোলিক একক হিসেবে উল্লেখ করে। এক কথায় বলতে গেলে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। এটি আসলে পৃথিবীর বৃহত্তম অবিচ্ছিন্ন স্থলভাগ। পূর্বে প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। বলে রাখি, ইউরেশিয়া প্রায় 55 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। যা বিশ্বের মোট ভূমির প্রায় 36.2 শতাংশ।

অবশ্যই পড়ুন: কমবে জীবন বিমা, স্বাস্থ্য বিমার খরচ! পুরোপুরি GST প্রত্যাহারের পথে কেন্দ্রীয় সরকার

উল্লেখ্য, আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের আবহে বন্ধু রাশিয়ার সাথে বাণিজ্য ক্রমশ বাড়াচ্ছে ভারত। রিপোর্ট অনুযায়ী, আগামী 2030 সালের মধ্যে ভারত এবং রাশিয়া তাদের দিপাক্ষিক বাণিজ্য 100 বিলিয়ন ডলারের উন্নীত করার লক্ষ্য নিয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত ও ইউরেশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি মস্কো এবং নয়া দিল্লির বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক মহলে বিরাট দৃষ্টান্ত তৈরি করবে।

না বললেই নয়, ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নে নাম রয়েছে, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র এবং রাশিয়ান ফেডারেশনের।

Leave a Comment