শুরু হল শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত, অফলাইনে হবে আবেদন! কীভাবে? জানুন বিশদে

Shramashree Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: ভিন রাজ্যে আক্রান্ত হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে নতুন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme 2025) আজ থেকেই কার্যকর হতে চলেছে।

জানা যাচ্ছে, এর জন্য বৃহস্পতিবার থেকেই মাঠে নামছে শ্রম দপ্তর। যদিও এই প্রকল্পের জন্য আলাদা পোর্টাল চালু হতে এখনো কয়েক দিন সময় লাগবে। তবে তার আগেই রাজ্যসভার মন্ত্রী মলয় ঘটক জানিয়ে দিল যে, আজ থেকেই অফলাইনে নাম নথিভুক্তির কাজ শুরু হবে।

পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের বিশেষ উদ্যোগ

শ্রম দপ্তরের সূত্র মারফৎ খবর, প্রথম পর্যায়ে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে শিবির করে এই প্রকল্পের নাম নথিভুক্তির কাজ শুরু করা হবে। কারণ এই তিন জেলাতেই ইতিমধ্যেই বহু পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আক্রান্ত হয়ে ফিরে এসেছেন। আধিকারিকরা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েই তাদেরকে নাম নথিভুক্ত করাবে।

শ্রমিকরা কী কী সুবিধা পাবেন?

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণার সময় জানিয়ে দিয়েছিল, ভিন রাজ্য থেকে আক্রান্ত হয়ে ফিরে আসা শ্রমিকরা প্রতি মাসে 5000 টাকা করে ভাতা পাবে এক বছরের জন্য। পাশাপাশি এককালীন ভ্রমণ ভাতার সহায়তা দেওয়া হবে। দক্ষতা অনুযায়ী রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করানো হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।

এমনকি এই প্রকল্পের আওতায় জব কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা মিলবে এবং প্রয়োজনে কমিউনিটি সেন্টারে অস্থায়ী থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি আবাস যোজনা প্রকল্পের আওতায় স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়া হবে এবং সন্তানদের জন্য স্কুলে ভর্তি, কন্যাশ্রী ও শিক্ষাশ্রীর সুবিধা দেওয়া হবে। এছাড়া লোনের সুবিধাও থাকবে।

আরও পড়ুনঃ কমবে জীবন বিমা, স্বাস্থ্য বিমার খরচ! পুরোপুরি GST প্রত্যাহারের পথে কেন্দ্রীয় সরকার

এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ, যারা করোনা সময়কালে শ্রমিকদের রাজ্যে ফেরাতে বদ্ধপরিকর ছিল, তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম সংসদ অধিবেশন শেষে কলকাতায় ফিরে আসলে আনুষ্ঠানিকভাবেই বড়সড় কর্মসূচি নেওয়া হতে পারে। আর সেই কর্মসূচির মাধ্যমেই শ্রমিকদের অন্তর্ভুক্তিকরণ করা হবে।

এদিকে পরিসংখ্যান বলছে, বাংলায় প্রায় 22 লক্ষ 40 হাজার শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন। এদের মধ্যে অনেকেই কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করে ফেলেছেন। তবে প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বলেই মনে করছে শ্রম দপ্তর।

Leave a Comment