Top 10: বাংলাদেশে বিমানের চাকা চুরি, বিচারপতির ছেলেকে মারধর, সল্টলেকে ফি-পার্কিং জোন! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২১ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। বাংলাদেশে বিমানের চাকা চুরি, বিচারপতির ছেলেকে পুলিশের মারধর, সল্টলেকে ফি-পার্কিং জোন, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) গৌতম দেবের ওয়ার্ডে দুঃসাহসিক চুরি

শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডে এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। হ্যাঁ, বুধবার রাতে দুষ্কৃতীরা মেন গেট ভেঙে ঢুকে বাড়ির আটজনকে নেশা জাতীয় স্প্রে ব্যবহার করে অচেতন করে চুরি চালায়। জানা যাচ্ছে তারা ১২ হাজার টাকা এবং একটি মোবাইল চুরি করেছে। পরিবারের এক সদস্য জেগে উঠলে চোররা চম্পট দিয়েছে। অজ্ঞান হয়ে পড়া সাতজনকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনার পরে স্থানীয় পুলিশরা বিষয়টি খতিয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৯) SSC নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৬ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিলের পর নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেপ্টেম্বর মাসে পরীক্ষার ঘোষণা হলেও যোগ্য চাকরিপ্রার্থীরা তা পিছনোর আবেদন করে। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায় যে, চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছতে পারে। সিদ্ধান্ত শুধুমাত্র কমিশনের হাতে। আদালত এসএসসিকে তীব্র সমালোচনা করে বলেছে, অযোগ্যদের কোনোভাবেই রক্ষা করা যাবে না। যোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৮) ভুয়ো OBC সার্টিফিকেট নিয়ে তৃণমূলের কীর্তি ফাঁস শুভেন্দুর

বাংলায় ফের ওবিসি সার্টিফিকেট নিয়ে বিতর্ক। হ্যাঁ, তৃণমূলকে নিশানা করলেন এবার শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে ওবিসি শংসাপত্রের অপব্যবহার করছে। পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুড়ানি মন্ডল ঘোড়াই নাকি নিজেই ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করছে। শুভেন্দু দাবি করছে, তদন্ত হলে এরকম হাজার হাজার ঘটনা প্রকাশ্যে আসবে। তিনি এই ঘটনাকে হিমশৈলের চূড়া বলেই চালিয়ে দিচ্ছেন। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৭) ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল ডায়মন্ড হারবার

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল নবাগত ডায়মন্ড হারবার এফসি। রবিবার ডার্বিতে মোহনবাগানকে হারালেও বুধবার সেই সুযোগ নষ্ট করল অস্কার ব্রুজোর দল। পুরো ম্যাচে ১৮টি কর্নার পেলেও একবারও কাজে লাগাতে পারেনি লাল হলুদ ব্রিগেড। বিশেষজ্ঞরা মনে করছে, ভুল কনফার্মেশন ও একমাত্র দিমিত্রির উপর আক্রমণের দায়িত্ব দেওয়ার জন্যই এই হার। ম্যাচে প্রথমে কোর্তাজারের বাইসাইকেলে কিকে এগিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। পরে আনোয়ার আলী কিছুটা ম্যাচে ফেরালেও জবাব দিতে পারেনি। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৬) বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ১০টি চাকা চুরি

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে এবার অবাক করার ঘটনা। হ্যাঁ, বিমানের দশটি চাকা চুরির অভিযোগ উঠল। সংস্থার দুই কর্মী নাকি চাকাগুলি এক বেসরকারি এয়ারলাইন্স কর্মকর্তাকে দিয়ে দিয়েছেন। সোমবার সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেছেন। যদিও তাতে কোনোরকম চুরির উল্লেখ ছিল না। বরং চাকাগুলো অকশন সেট থেকে নিখোঁজ বলে জানানো হয়েছে। প্রতিটি চাকা ৫ থেকে ১০ হাজার ডলার মূল্য হওয়ার কারণে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৫) কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলেকে পুলিশের মারধর

এবার সল্টলেকে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে মনুজেন্দ্র নারায়ণ রায়কে মারধরের অভিযোগ উঠল, তাও পুলিশের বিরুদ্ধে। হ্যাঁ, সোমবার রাতে ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। আর তার পেলভিক হাড়ে চির ধরা পড়েছে ও অস্ত্রপোচারের সম্ভাবনা রয়েছে। অভিযোগ উঠছে, সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীরা মনুজেন্দ্র নারায়ণের ছেলে সুরেন্দ্রকে আটক করেছে। এরপর মারধর ও হুমকি চালায়। পরে মনুজেন্দ্র নারায়ণ এগোতেই তাকে ফেলে লাথি মারা হয়। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৪) সল্টলেকে চালু হল ১৪টি ফি-পার্কিং জোন

এবার কলকাতা সল্টলেকে পার্কিং সমস্যা সমাধান করতে বিধাননগর পৌরসভা ১৪টি নতুন ফি-পার্কিং জোন চালু করল। ট্রাফিক পুলিশের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করা হয়েছে বিবেকানন্দ মূর্তি থেকে সিটি সেন্টার ১, ১৩ নম্বর থেকে বিদ্যাভবন স্কুল, ৪ নম্বর ট্যাংক ক্রসিং থেকে সিএপি আইল্যান্ডসহ বেশ কিছু এলাকা তালিকায় রয়েছে। স্কুলের সামনে পার্কিং নিষিদ্ধ থাকবে। জানানো হয়েছে, চার চাকার জন্য প্রথম ঘন্টা ২০ টাকা, দুই চাকার জন্য ১০ টাকা আর বাস-ট্রাকের জন্য ৫০ টাকা করে রাখা হয়েছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

৩) মেট্রোতে লাগেজ বেশি হলেই লাগবে চার্জ

বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ায় কলকাতা মেট্রো এবার লাগেজের নিয়মে বড়সড় পরিবর্তন আনল। এখন থেকে সুটকেজ বহনের অনুমতি থাকলেও তা নির্দিষ্ট ওজনের সীমা ছাড়ালে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে। হ্যাঁ, মেট্রোর কামরায় আলাদা সুটকেজ রাখার জায়গা না থাকার কারণে যাত্রীদের ব্যাগ সঙ্গে রাখতে হবে। এতদিন শহরের ভেতরে যাতায়াতে সেরকম বড় লাগেজের প্রয়োজন পড়ত না। তবে বিমানবন্দরগামী মেট্রো চালু হওয়ার কারণে বড় ব্যাগেজের ব্যবহার বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই এরকম পদক্ষেপ। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমায় মারধর

ফের শিয়ালদহতে উত্তেজনা ছড়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের ঘটনা। হ্যাঁ, জানা গিয়েছে বুধবার রাতে কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইল সরঞ্জাম কিনতে গিয়ে হিন্দিভাষী ব্যবসায়ীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। আর ওই ছাত্রকে বাংলাদেশি বলে গালিগালাজ এবং হেনস্তাও করা হয়। পরে সহপাঠীদের নিয়ে ফের দোকানে আসলে আশেপাশের ব্যবসায়ীরা তাদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এতে চার ছাত্র গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে মেডিকেল কলেজে তারা ভর্তি। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

১) দমদমে মোদীর সভায় যাবেন না দিলীপ ঘোষ

দমদমে নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিরাট ক্ষোভ প্রকাশ করলেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর সভা থেকে ব্রাত্য হওয়ায় তিনি জানিয়েছেন যে, আমন্ত্রণ না পাওয়ার কারণে তিনি সেখানে যাবেন না, বরং অন্য কাজে যোগ দিতে যাবেন। দীর্ঘদিন ধরেই বিজেপির কর্মসূচি থেকে তাকে একটু দূরে সরে রাখা হচ্ছে। শমিক ভট্টাচার্যের হাতে সভাপতির দায়িত্ব আসার পর থেকেও দিলীপের অবস্থার বদল হয়নি। অমিত শাহের আশ্বাস সত্বেও তার গুরুত্ব না পাওয়ার কারণে গেরুয়া শিবিরে অস্থিরতা বাড়ছে। বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন

Leave a Comment