মাত্র ২ লক্ষ টাকায় ৩০,৯০৮ টাকা সুদ! ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা বিনিয়োগের দিকে পা বাড়ান, তাদের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) একদম সেরা মাধ্যম। কারণ ঝুঁকিমুক্ত এই স্কিমে টাকা রাখলে নির্দিষ্ট সময় পর গ্রাহকরা মোটা অংকের সুদ পায়। আর এবার পাবলিক সেক্টর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটি এফডি স্কিম নিয়ে এসেছে, যেখানে মাত্র 2 লক্ষ টাকা জমালেই 30,908 টাকা পর্যন্ত সুদ মিলছে।

কত শতাংশ সুদ দেওয়া হচ্ছে?

উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এ বছর একাধিকবার রেপো রেট কমিয়েছে। আর তার প্রভাব পড়েছে বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের উপরে। তবে ইউনিয়ন ব্যাঙ্ক এখনো পর্যন্ত অন্য রাস্তায় হাঁটছে। কারণ তারা তুলনামূলকভাবে গ্রাহকদের অনেক চড়া হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ 6.60%, সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ 7.10% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.35% সুদ পাচ্ছে।

2 বছরের এফডি-তে কত রিটার্ন মিলবে?

ধরুন, আপনি 2 লক্ষ টাকা 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেন। সেক্ষেত্রে আপনি মেয়াদপূর্তিতে হাতে পাবেন 2,27,528 টাকা। অর্থাৎ আপনার সুদ দাঁড়াবে 27,528 টাকা। এবার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই অংক দাঁড়াবে 2,29,776 টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে 29,776 টাকা। আর সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে টাকার অংক দাঁড়াবে 2,30,908 টাকা। অর্থাৎ, সেক্ষেত্রে সুদ থেকে আয় হবে 30,908 টাকা।

আরও পড়ুনঃ সল্টলেকে ১৪টি নতুন পার্কিং জোন, ভাড়াও নির্ধারণ করল পুরসভা, দেখুন কোন গাড়ির কত

কেন এই ব্যাঙ্কের এফডি-কে বেছে নেবেন?

প্রথমত, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারের আয়ত্তে থাকায় নিরাপত্তায় বাড়তি নিশ্চয়তা পাওয়া যায়। পাশাপাশি সর্বনিম্ন 7 দিন থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের সুবিধা মেলে এই ব্যাঙ্কে। এমনকি সিনিয়র ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া হয় বাড়তি সুদের হার। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং স্বল্প বিনিয়োগে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চান, তাহলে ইউনিয়ন ব্যাঙ্কের এফডি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

Leave a Comment