সহেলি মিত্র, কলকাতা: মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) নিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা যেন শেষই হতে চাইছে না। এখন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এই দীপাবলি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য খুবই বিশেষ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার তাদের জন্য একটি বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকার দীপাবলির আগে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে তাও কিনা এই বৃদ্ধি ৫৮ থেকে ৫৯% অবধি হতে পারে।
৫৯% হারে DA দেবে সরকার?
সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। বিশেষ বিষয় হল, এবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ হতে পারে, কারণ অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% ডিএ পাচ্ছেন কিন্তু এখন তা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সরকার যদি ৪% ডিএ বৃদ্ধি করে, তাহলে তা ৫৯% হয়ে যাবে। অন্যদিকে, ৩% বৃদ্ধি পেলে ডিএ ৫৮% এ পৌঁছে যাবে। আর এটা যদি হয় তাহলে তো সরকারি কর্মীদের খুশির সীমানা থাকবে না।
বেতন কতটা বাড়তে পারে?
ডিএ-র পাশাপাশি এখন সকলের মধ্যে আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। আর সেটা হল বেতন কতটা বাড়বে? যদি ডিএ ৩% বৃদ্ধি পায়, তাহলে যাদের মূল বেতন ১৮,০০০ টাকা, তারা প্রতি মাসে ৫৪০ টাকা বেশি পাবেন। অন্যদিকে, যাদের মূল পেনশন ৯,০০০ টাকা, তারা প্রতি মাসে ২৭০ টাকা সুবিধা পাবেন। এর অর্থ হল, দীপাবলির আগে তারা অতিরিক্ত টাকা তাদের পকেটে ভরতে পারবেন।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে ফের চড়ল সোনার দাম, ২০০০ টাকা ঊর্ধ্বগতি রুপো! আজকের রেট
যদিও নতুন ডিএ হার ১ জুলাই থেকে কার্যকর হয়, তাহলে সরকার সেপ্টেম্বর/অক্টোবরে এটি ঘোষণা করে। এমন পরিস্থিতিতে, কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের বকেয়া বেতনও পাবেন।