বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও এক ধাপ এগলো বাংলা। কাজাখস্তানের শ্যামকেন্তে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার রাইফেলর জুনিয়র পর্যায়ের ব্যক্তিগত এবং দলগত বিভাগে সোনা জিতলেন আসানসোলের অভিনব সাউ। কিশোরের সাফল্যে উচ্ছসিত আসানসোলবাসী। সেই সাথে, অভিনবর এমন কীর্তিতে গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে ওই কিশোরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়া ও চিনের প্রতিপক্ষকে হারিয়ে সফল বাংলার ছেলে
কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতে প্রতিনিধিত্ব করেছেন বাংলার অভিনব। সেখানেই এয়ার রাইফেলর জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত এবং দলগত উভয়-বিভাগে দক্ষিণ কোরিয়া এবং চিনের দুই প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছেন তিনি।
জানা গিয়েছে, ব্যক্তিগত বিভাগে 250.4-250.3 পয়েন্টে আসানসোলের অভিনব হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ হুন সেও লি-কে। একইভাবে দলগত বিভাগে আবার ভারতের সুরেশ ভানিথা, হিমাংশুদের হাতে হাত রেখে 1890.1 থেকে 1885.1 পয়েন্টে চিনের কঠিন প্রতিপক্ষকে হারিয়েছেন অভিনব। বাংলার ছেলের এমন সাফল্যে নেট দুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।
ASANSOL’S PRIDE!! 🏅🏆
Asansol’s Gem Abhinav Shaw rocks Asia!!
He bagged Gold medal in the Junior Air Rifle category at…Posted by Asansol on Thursday, August 21, 2025
অভিনবকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
বাংলার কিশোরের ব্যক্তিগত এবং দলগত উভয় এয়ার রাইফেল বিভাগে সোনা জয়ের ঘটনায় উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই তিনি নিজের এক্স হ্যান্ডেলে আসানসোলের প্রতিভা অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন।
X পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই।’
অভিনবর পাশাপাশি তাঁর পরিবারকেও শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।’
আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬ তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন।
আমি আগামীতে…
— Mamata Banerjee (@MamataOfficial) August 21, 2025
অবশ্যই পড়ুন: দীঘার জগন্নাথ মন্দিরে হাড়হিম কাণ্ড, মহিলার ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে সাফল্যের রাস্তাটা একেবারেই সহজ ছিল না অভিনবর। তবে সব চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নিজেকে মেলে ধরতে পেরেছে, আসানসোলের কিশোর। সে প্রসঙ্গে, সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিনব বলেন, শেষ রাউন্ডের আগে পর্যন্ত পিছিয়ে ছিলাম। তবে আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন হতে পেরে ভালই লাগছে।