সৌভিক মুখার্জী, কলকাতা: বিনোদন জগতে ফের শোকের ছায়া! হ্যাঁ, পাঞ্জাবি সিনেমার কিংবদন্তি অভিনেতা জসবিন্দর ভল্লা শেষ নিশ্বাস ত্যাগ (Jaswinder Bhalla Death) করেছেন। শুক্রবার সকালে নাত্র 65 বছর বয়সে মোহালির হাসপাতালেই তাঁর জীবনাবসান হয়েছে। তাঁর মৃত্যুর খবরে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সাধারণ দর্শকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। পাঞ্জাবি চলচ্চিত্র জগতে কোটি কোটি দর্শকদের মন জয় করেছিলেন তিনি। নিখুঁত কমিক, সহজ-সরল সংলাপ আর ব্যঙ্গাত্মক অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির এক অনন্য নাম। তাই তাঁর অকাল প্রয়াণে সবাই গভীরভাবে শোকাহত।
শোকবার্তা এবং শ্রদ্ধাঞ্জলি
জসবিন্দর ভল্লার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলও নড়েচড়ে বসেছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাঞ্জাবের প্রখ্যাত অভিনেতা জসবিন্দর ভল্লাজির মৃত্যু বেদনাদায়ক। তিনি তাঁর শিল্পকলার মাধ্যমে লাখ-লাখ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক, আর পরিবারকে কঠিন সময়ে শক্তি দান করুক।
Punjabi comedian, ‘Carry On Jatta’ actor Jaswinder Bhalla dies at 65
Read @ANI Story | https://t.co/Q4mXgzeglQ#JaswinderBalla #CarryOnJatta #Punjabicomedian #JaswinderBhallaDeath pic.twitter.com/F1SIS8I2Ns
— ANI Digital (@ani_digital) August 22, 2025
পাশাপাশি দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, আজ পাঞ্জাবি হাস্যরসের মঞ্চে নীরব হয়ে গেল। জসবিন্দর ভল্লা ছিলেন পাঞ্জাবি সিনেমার বুদ্ধিমত্তা, রসিকতা আর প্রাণশক্তির সবথেকে জ্বলন্ত পথিক। সরলতাকে হাসিতে রূপান্তর করতেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি দর্শকদের আনন্দ দিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করি।
উল্লেখ্য, পরিবার সূত্রে জানা গিয়েছে যে, আগামীকাল শনিবার অর্থাৎ 23 আগস্ট দুপুর বারোটার সময় মোহালির বালঙ্গি শ্মশানঘাটে জস্বিন্দর ভল্লার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে ফের চড়ল সোনার দাম, ২০০০ টাকা ঊর্ধ্বগতি রুপো! আজকের রেট
জসবিন্দর ভল্লার কর্মজীবন
জানিয়ে রাখি, জসবিন্দর ভল্লা ছিলেন পাঞ্জাবি সিনেমার এক অনন্য নাম। তাঁর কাজের সঙ্গে বিনোদন, হাসি ও আনন্দ গভীরভাবে যুক্ত রয়েছে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে— ‘Gaddi Chaldi Hai Chhalla Maarke’, ‘Carry On Jatta’, ‘Jind Jaan’ এবং ‘Band Baaje’। প্রতিটি ছবিতেই তিনি এমন এমন চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে। তার জীবনাবসানে আমরা গভীরভাবে শোকস্তব্ধ…!