সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের হাজার হাজার পড়ুয়া দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের (Joint Entrance Result)। অবশেষে সেই প্রতীক্ষার পথ কিছুটা হলেও মসৃণ হল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ফল প্রকাশে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করে দিল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর বেঞ্চ হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দিল। ফলে আপাতত ফল প্রকাশে কোনোরকম আইনি বাধা থাকছে না।
হাইকোর্টের নির্দেশে ছিল জটিলতা
উল্লেখ্য, গত 7 আগস্ট জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। তবে ওবিসি মামলার জটিলতার কারণে তা স্থগিত হয়। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন যে, 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন করে মেধাতালিকা তৈরি করতে হবে। সেই সঙ্গে তিনি বোর্ডকে 15 দিনের জন্য সময়ও দিয়েছিল। ফলে মেধাতালিকা বাতিল হয়ে যায় এবং পড়ুয়াদের মধ্যে সৃষ্টি হয় অনিশ্চয়তা।
এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথমে ডিভিশন বেঞ্চে মামলা হলেও তাতে কোনোরকম সুরহা মেলেনি। অবশেষে কূলকিনারা খুঁজে না পেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছিল যে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য।
সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি
রিপোর্ট অনুযায়ী, আজ সুপ্রিম কোর্টের শুনানির সময় ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে জয়েন্টের ফলাফল প্রকাশের প্রসঙ্গ তোলা হয়েছিল। এতে প্রধান বিচারপতি বিআর গাভাই সাফ জানিয়ে দেয় যে, হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত। ফলে বোর্ডের সামনে ফল প্রকাশে কোনোরকম বাধা নেই।
আরও পড়ুনঃ আসানসোলে বিদ্যুৎ বিভাগের বড় অভিযান! চুরি রুখে ৯০ লক্ষ টাকা জরিমানা আদায়
উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ আগেই জানিয়ে দিয়েছিল, ওবিসি প্রার্থীদের জন্য 7 শতাংশ সংরক্ষণ বহাল থাকবে। কিন্তু নতুন ওবিসি তালিকা অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা যাবে না, পুরনো নিয়ম মেনেই তৈরি করতে হবে। ফলত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এখন আপাতত জয়েন্টের ফল প্রকাশ করা সম্ভব হলেও ওবিসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি হচ্ছে না।