সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এবার বেলিয়াতোড় থেকে দুর্গাপুর (Beliatore Durgapur Train) অবধি সরাসরি পৌঁছানো যাবে ট্রেনে করে। অর্থাৎ আর ট্রেনে বা বাসে করে ব্রেক জার্নি করার দিন শেষ। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে বাংলার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর কাছে এসে পৌঁছাল চিঠি। আর এই চিঠি সম্পর্কে জানলে আপনারও মন খুশিতে ভরে উঠবে।
এবার সরাসরি বাঁকুড়া থেকে দুর্গাপুর অবধি ছুটবে ট্রেন
গত ৭ জুলাই, ২০২৫ সালে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বাঁকুড়া থেকে দুর্গাপুরের জন্য নতুন রেলপথের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দুর্গাপুর ও বাঁকুড়ার মধ্যে সরাসরি রেল যোগাযোগ তৈরি হোক এই দাবি দীর্ঘদিনের। এতে করে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা হবে ঠিক তেমনই আর্থ সামাজিক ব্যাপারটাও ভালো হবে। এর আগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, রেলমন্ত্রকের তরফে এই রুটে সমীক্ষা কাজ শুরু হয়েছে। এবার এই দীর্ঘ প্রতীক্ষিত রেল প্রকল্পে আরও বেশ খানিকটা কাজ এগোল। চিঠি দিলেন অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী চিঠিতে লিখেছেন, বেলিয়াতোড় থেকে দুর্গাপুর (২৮ কিমি) নতুন রেললাইন নির্মাণের জন্য চূড়ান্ত স্থান সমীক্ষা অনুমোদন করা হয়েছে এবং এটি গ্রহণ করা হয়েছে। সমীক্ষা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ সেইদিন হয়তো খুব বেশি দূরে নয় যখন খুব সহজেই বাঁকুড়া থেকে দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে বাঁকুড়া আসা যাওয়া করতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ৪৮ বলে ৮ ছয়, ৭ চারের সাহায্যে ১০৮ রান! এশিয়া কাপের আগেই তাণ্ডব রিঙ্কু সিংয়ের
বরাদ্দ ৭০ লক্ষ টাকা
উল্লেখ্য, এর আগে সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, বেলিয়াতোড় থেকে দুর্গাপুর পর্যন্ত নতুন রেলপথের জন্য DPR বা Detailed Project Report তৈরির কাজ শুরু হয়েছে। রেলমন্ত্রীর দপ্তর থেকে ৭০ লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে।