প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকক্ষণ ধরেই ভেসে আসছিল এক শিশুর কান্নার শব্দ, কিন্তু শত খোঁজাখুঁজি করেও বোঝা যাচ্ছে না যে কোথা থেকে আসছে সেই আওয়াজ। তাই প্রথম দিকে সেই ভাবে কেউই গুরুত্ব দেননি। কিন্তু কান্না না থামায় সন্দেহ হয় স্থানীয়দের। খুঁজতে বেরিয়ে আসে এক ভয়াবহ দৃশ্য, যা দেখে অবাক স্থানীয় বাসিন্দাদের একাংশ। শোরগোল পরে যায় দুর্গাপুরে।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার, দুর্গাপুরের বেনাচিতি শালবাগান এলাকায় সকাল সকাল এক ভয়ংকর দৃশ্যের সম্মুখীন হলেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে একটি নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে ওই শিশুকে ড্রেন থেকে উদ্ধার করা হয়। এদিকে দেরি না করে উদ্ধার করার পরেই পুলিশে খবর দেন স্থানীয়েরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে উদ্ধার করা শিশুটিকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেছেন। আপাতত সে স্থিতিশীল।
তদন্ত শুরু পুলিশের
পুলিশ জানিয়েছে, কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে, কোনো অজ্ঞাত পরিচয় কেউ ইচ্ছাকৃতভাবেই শিশুটিকে ফেলে রেখে গেছে। এদিকে এমন অমানবিক কাজ কোনোভাবেই বরদাস্ত করছে না এলাকাবাসী। তাই দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। গোটা ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: বড় জয় পশুপ্রেমীদের! দিল্লির পথকুকুরদের নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, কয়েক মাস আগে নভি মুম্বইয়ের পানভেল এলাকার টাক্কা কলোনিতে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। সেখানকার একটি জঙ্গল থেকে একটি বাক্সের ভিতর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছিল স্থানীয়রা। পাশে মিলেছিল একটি চিরকুটও। তাতে ইংরেজিতে লেখা ছিল, ‘সরি’! শিশুটির বয়স ছিল তিন। প্রাথমিক অনুমান শিশুটির বাড়ির অবস্থা ভাল নয়। হয়তো সংসারে টানাটানি চলছে। তাই শিশুটিকে বড় করে তোলা তাঁদের পক্ষে সম্ভব নয় ভেবেই মা-বাবা এ কাজ করেছেন বলে মনে করছে অনেকে।