১৪ হাজারের কমে মিলবে প্রিমিয়াম ফিচার্স! দুর্ধষ ফোন লঞ্চ করল স্বদেশী কোম্পানি LAVA

Lava Play Ultra 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: চীনের ব্র্যান্ডগুলিকে টক্কর দিতে এবার মাঠে কোমর বেঁধে নামছে দেশীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা LAVA। হ্যাঁ, বাজেটের মধ্যেই এবার নতুন 5G ফোন লঞ্চ করে ফেলল এই সংস্থা। শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি আর ঝকঝকে ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচার দিয়ে এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 13,999 টাকা।

দাম এবং অফার

আসলে আমরা যে ফোনটির কথা বলছি তা হল Lava Play Ultra 5G। আর এটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে। 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 14,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,499 টাকা। তবে হ্যাঁ, লঞ্চ অফারে ক্রেতারা 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে বেস মডেলটি মাত্র 13,999 টাকায় পাওয়া যাবে। আর এই ফোন আগামী 25 আগস্ট থেকেই অ্যামাজনে বিক্রি শুরু হবে।

Lava Play Ultra 5G-র স্পেসিফিকেশন

এই ফোনে থাকছে প্রিমিয়াম স্মার্টফোনের মতো একাধিক ফিচার্স, যেগুলি সম্পর্কে জানলে একেবারে চক্ষু চড়কগাছে উঠবে।

ডিসপ্লে– ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি FHD+ AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 1000 nits পর্যন্ত।

প্রসেসর– ফোনটিতে থাকছে MediaTek Dimensity 7300 প্রসেসর, যা গেমিং থেকে শুরু করে হেভি ইউজে একেবারে স্মুথ পারফরম্যান্স দেবে।

RAM এবং স্টোরেজ– ফোনটিতে থাকবে সর্বাধিক 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ।

ব্যাটারি– এই ফোনে রয়েছে 5000mAh-এর একটি সুপারফাস্ট ব্যাটারি, যাতে 33 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট নেবে।

ক্যামেরা– ফোনটির পিছনে রয়েছে 64MP একটি মেইন ক্যামেরা এবং 5MP ম্যাক্রো লেন্স। এদিকে সামনে থাকবে 13MP সেলফি ক্যামেরা।

অন্যান্য ফিচার– উল্লেখ্য, ফোনটি চলবে Android 15 অপারেটিং সিস্টেমের উপর বেস করে, আর ফোনটিতে থাকছে IP64 রেটিং, যা জল কিংবা ধুলো থেকে সুরক্ষা দেবে।

আরও পড়ুনঃ জয়েন্টের ফল প্রকাশে রইল না আর কোনো বাধা, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রতিযোগিতায় এবার দেশীয় ব্র্যান্ড

আসলে গত কয়েক মাস ধরেই লাভা সাশ্রয়ী দামে একাধিক 5G স্মার্টফোন বাজারে এনে চমক দিচ্ছে। হ্যাঁ, Blaze সিরিজ থেকে শুরু করে নতুন Play Ultra 5G, প্রতিটি ফোনই Xiaomi, Oppo, Realme, Vivo-এর মতো জনপ্রিয় চায়না কোম্পানিগুলির সঙ্গে যে টক্কর দেবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধু 25 আগস্ট পর্যন্ত অপেক্ষার পালা।

Leave a Comment