ভারত থেকে ৩০০ ইঞ্জিনিয়ার ফেরত চাইল চিন! iPhone-17 লঞ্চের আগে নির্দেশ Foxconn-কে

India China Tension

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-চীনের সম্পর্কে এবার নয়া মোড় (India China Tension)! একদিকে যেখানে চীন আমেরিকার 50% শুল্কের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে, আবার অন্যদিকে হঠাৎ করে ভারত থেকে নিজেদের শতাধিক ইঞ্জিনিয়ার ফিরিয়ে নিল তাদের ইউঝান টেকনোলজি। চীন কি তাহলে ভারতের সঙ্গে আবারও বিরোধিতা করছে?

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে সরব হয়েছিল চীন। ভারতের উদ্দেশ্য করে চীনের দূত বলেছিলেন, এমন অন্যায়ের সামনে নীরব থাকা মানে দাদাগিরিকে সমর্থন করা। এমনকি ভারতে রেয়ার আর্থ ম্যাগনেট, সার বা ফার্মাসিউটিক্যাল পণ্য ফের রপ্তানি শুরু করেছিল বেইজিং। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটাও হলেও গলাগলি হয়েছিল বলে মনে করা হচ্ছিল।

হঠাৎ আবার ইউ-টার্ন?

এদিকে সম্পর্ক মেলার মাঝেই আবারো বিরাট ঝটকা খেল ভারত। ফক্সকনের সহযোগী সংস্থা ইউঝান টেকনোলজি হঠাৎ করেই তামিলনাড়ুর কারখানা থেকে 300 জন চীনা ইঞ্জিনিয়ারকে ফিরিয়ে নিয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাই মাসে ফক্সকন নিজেই আইফোন ফ্যাক্টরি থেকে 300 চীনা প্রযুক্তিবিদকে ফিরিয়ে নিয়েছিল। সূত্র বলছে, আরও 60 জন ইঞ্জিনিয়ার ভারতে আসার কথা থাকলেও, তাদের বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ইউঝান টেকনোলজি ভারতে প্রায় 13,180 কোটি টাকার ডিসপ্লে মডিউল অ্যাসেম্বলি প্ল্যান্ট গড়ে তুলেছে। আর এর জন্য মে মাসে ফক্সকন জানিয়েছিল যে, তারা ইউঝান ইউনিটে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশুল্কের কারণে চীন থেকে ধীরে ধীরে আইফোন রপ্তানি সরানোর পথে হাঁটছে ফক্সকন। তাই ভারতের মতো দেশেই বিনিয়োগের পরিকল্পনা নিয়েছিল তারা।

আরও পড়ুনঃ ১৪ হাজারের কমে মিলবে প্রিমিয়াম ফিচার্স! দুর্ধষ ফোন লঞ্চ করল স্বদেশী কোম্পানি LAVA

তবে বিশ্লেষকরা মনে করছে, আমেরিকার অতিরিক্ত শুল্কের চাপে মূলত ভারত আর চীনের সমীকরণ জটিল হয়ে উঠছে। ফক্সকনের ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, ভারত সরকারের কাছে সংস্থাটি জানিয়েছে যে, ইউঝান টেকনোলজির আনা সমস্ত চীনা কর্মীকেই ফিরিয়ে নিতে বলা হয়েছে। আর এই ঘটনার মাঝেই আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দেবেন। এখন দেখার, ভারত-চীনের শীর্ষ বৈঠক সেখানে হয় কিনা।

Leave a Comment