মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ, ৫ বছর পর বড় রায় পুরুলিয়া জেলা আদালতের

Purulia

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে মিলল সুবিচার! ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণ অভিযোগের দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বিচারকের রায়ে স্বস্তির শ্বাস ফেলল নির্যাতিতার পরিবার। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর বরাবাজার থানা এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে বসবাসকারী ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকা মাঠে গরু চরাতে গিয়েছিল। তখনই নিমাই মাহাতো নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। পরিবারকে সম্পূর্ণটা জানালে নাবালিকার বাবা অভিযুক্ত নিমাই মাহাতোর বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে সেই সময়ই ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর মামলা ওঠে পুরুলিয়া জেলা পুলিশ আদালতে। দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলা চলার পর অবশেষে মিলল সুবিচার।

যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের

২০২০ সালে মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিমাই মাহাতোর বিরুদ্ধে মামলা রুজু হয়। কিন্তু সেই মামলার রায় বেরোতে সময় লেগে যায় পাঁচ বছর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোটের বিচারক শ্রী রানা দাম গোটা মামলার পর্যবেক্ষণ করার পর শাস্তি স্বরূপ, অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শুধু তাই নয় ১০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন এবং ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: অন্ত্যোদয় রেশন কার্ডে বিরাট বদল আনছে পশ্চিমবঙ্গ সরকার! ভাগ হবে বড় পরিবার

বিচারকের রায়ে খুশি পরিবার

দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই ধর্ষণের মামলা প্রসঙ্গে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী অভিষেক ব্যানার্জি বলেন , ২০২০ সালে ২৬ নভেম্বর বরাবাজার থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত নিমাই মাহাতো। সেই সময় বরাবাজার থানায় মামলার রুজু হয়। অবশেষে সমস্ত সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত নিমাই মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। এরই সঙ্গে ক্ষতিপূরণের শাস্তিও দেওয়া হল। বিচারকের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার।

Leave a Comment