সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে (Birbhum Woman) নিয়ে এবার তুই বাংলায় চাঞ্চল্য। 29 বছরের 8 মাসের অন্তঃসত্তা তরুণী তাঁর স্বামী দানিশ শেখ এবং আট বছরের ছেলেকে নিয়ে দিল্লিতে ছিলেন দিনমজুরির কাজে। তবে হঠাৎ করেই তাঁরা এখন বাংলাদেশের কারাগারে বন্দি হয়ে পড়েছেন। নেপথ্যে কী কারণ?
দিল্লি থেকে সরাসরি বাংলাদেশ সীমান্তে
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী গত দুই দশক ধরেই দিল্লির রোহিণী এলাকার 26 সেক্টরে থাকতেন। কাগজকুড়ুনি বা গৃহ-পরিচারিকার কাজ করত তাঁরা। অভিযোগ উঠছে, গত 18 জুন দিল্লি পুলিশের হাতে তারা আটক হয়েছে। একই দিনে মুরারইয়ের ধিতোড়া গ্রামের আরেক মহিলা সুইটি বিবি এবং তার দুই সন্তানও আটক হন।
প্রথমে দিল্লির আদালতে মামলা করা হলে তা রহস্যজনকভাবে প্রত্যাহার করে দেওয়া হয়। আর পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সাহায্যে কলকাতা হাইকোর্টে তাঁর পরিবার মামলা করেন। কিন্তু তারই মধ্যে ঘটে আরেক ঘটনা। অভিযোগ উঠছে, বিএসএফ নাকি তাঁদের অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার
সূত্র মারফৎ খবর, বৃহস্পতিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সোনালীদের গ্রেফতার করেছে। পুলিশ সুপার রেজাউল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছে, অসম সীমান্ত দিয়ে পুশব্যাক হওয়ার পর প্রথমে তারা ঢাকায় ঘুরছিল। পরে চাঁপাইনবাবগঞ্জে দেখা যায় তাঁদের। ভারতীয় নথিও তাঁদের থেকে উদ্ধার হয়েছে। আর শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে। যেহেতু মহিলা এবং শিশুরা রয়েছে, তাই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ এবার জয়েন্ট এন্ট্রান্সে প্রথম কলকাতার অনিরুদ্ধ, দেখে নিন প্রথম দশের তালিকা
এদিকে কলকাতা হাইকোর্টে বুধবার এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকদের মামলা বিচারাধীন থাকার কারণে তা পিছিয়ে গিয়েছে। আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে 10 সেপ্টেম্বর। এ নিয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেছেন, তাঁদের ফেরানোর জন্য আমরা আইনি নোটিশ দিয়েছি। যতক্ষণ না তাঁদের ফিরিয়ে আনা যায়, আমাদের চেষ্টা থামবে না।