বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলাটা বাধ্যতামূলক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই সূত্র ধরেই, আসন্ন দিলীপ ট্রফিতে জাতীয় দলের ক্রিকেটারদের রাখতে চাইছেন বোর্ড কর্তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটের মরসুম যেহেতু দিলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে, তাই এশিয়া কাপের দল থেকে বাদ পড়া কে এল রাহুল, মহম্মদ সিরাজদের দিলীপ ট্রফিতে খেলাতে চাইছে BCCI। সেই মর্মেই নাকি রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে BCCI।
ঘরোয়া ক্রিকেট নিয়ে কঠোর অবস্থানে BCCI
গত ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন কে এল রাহুল, মহম্মদ সিরাজরা। তাই তাঁদের দিয়েই ঘরোয়া ক্রিকেটের নতুন মরসুমটা শুরু করতে চাইছে বোর্ড। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট অপারেশন অ্যাবে কুরুভিল্লা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য সেরা দল তৈরির জন্য উদ্যোগী হতে বলেছেন।
মূলত ইমেল মারফত পাঠানো ওই অনুরোধপত্রে কুরুভিল্লা স্পষ্ট লিখেছেন, দিলীপ ট্রফি প্রতিযোগিতার মর্যাদা এবং সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ভারতীয় দলের দাপুটে ক্রিকেটারদের তাদের আঞ্চলিক দলে নির্বাচন করতেই হবে। যেসব ক্রিকেটারদের এই মুহূর্তে পাওয়া যাবে তাদের নিয়েই সম্ভাব্য দল তৈরি করে ফেলতে হবে।
অবশ্যই পড়ুন: উদ্বোধনের একদিন পরেই ৯২৫ কোটির সেতু থেকে বিদ্যুতের তার চুরি! অন্ধকারে ডুবল ব্রিজ
এশিয়া কাপ থেকে বাদ পড়ে দিলীপ ট্রফিতে খেলতেই হবে রাহুলদের?
গত মঙ্গলবার এশিয়া কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সেই দলে জায়গা হয়নি কে এল রাহুল, মহম্মদ সিরাজ, সাই সুদর্শনদের। কিন্তু তাতে কী? বোর্ড কর্তারা চাইছেন, এশিয়া কাপের ঝামেলা না থাকায় এই তিন ক্রিকেটার এবার দিলীপ ট্রফিতে নেমে পড়ুক। তবে এই ক্রিকেটারদের মধ্যে কারও চোট থাকলে সেটা ভিন্ন বিষয়!
কিন্তু সূত্র বলছে, সব ঠিক থাকলে, এশিয়া কাপে জায়গা না হওয়া ক্রিকেটারদের দিলীপ ট্রফিতে খেলতেই হবে! এদিকে বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এশিয়া কাপের দলে জায়গা না হলেও স্ট্যান্ডবাইতে থাকা যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণাদের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য চাপ দেওয়া হবে না। তবে তাঁরা চাইলে দিলীপ ট্রফিতে খেলতেই পারেন।