সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে আবারো নতুন চমক দিল মাহিন্দ্রা (Mahindra)। সংস্থাটি এবার লঞ্চ করেছে নতুন XUV 3XO REVX মডেল, যেখানে প্রথমবারের মতো 12 লক্ষ টাকার মধ্যেই মিলছে Dolby Atmos অডিও টেকনোলজি। হ্যাঁ, বিশ্বের আর কোনো SUV এত সস্তায় প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দিতে পারেনি। তবে আর কী কী থাকছে এই SUV-তে?
কী এই Dolby Atmos?
জানিয়ে রাখি, Dolby Atmos মূলত সিনেমা হলের জন্য তৈরি করা একটি বিশেষ অডিও প্রযুক্তি। এর মাধ্যমে শব্দ চারদিক থেকে আসছে বলে মনে হবে। এক কথায় লাইভ কনসার্টে বসে থাকার মতো ফিল পাওয়া যাবে। আর গাড়িতে এই সিস্টেম যাত্রীদের দেবে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা।
কোন ভ্যারিয়েন্টে মিলছে এই ফিচার?
উল্লেখ্য, শুধুমাত্র REVX নয়, বরং XUV 3XO-এর AX5L, AX7 এবং AX7L ভ্যারিয়েন্টগুলিও এই Dolby Atmos-এর সুবিধা দিচ্ছে। আর এই ভ্যারিয়েন্টগুলিতে থাকবে 6-স্পিকারের সাউন্ড সিস্টেম। বিশেষ করে AX7L ভ্যারিয়েন্টে অতিরিক্ত সাবউফার দেওয়া থাকছে, যাতে বেস কোয়ালিটি আরো বাড়বে। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যেই এই ভ্যারিয়েন্টগুলি ডেলিভারি শুরু হবে।
Built for those who bring a different drive to everything.
When the XUV 3XO REVX shows up with its standout design and turbocharged performance, the city slows down to get a glimpse.
Experience it today.#3XOREVX #DifferentIsIn pic.twitter.com/3Nmul1kCng
— Mahindra XUV 3XO (@MahindraXUV3XO) July 15, 2025
এমনকি এও জানা গিয়েছে, গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম সরাসরি Gaana অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ফলে যাত্রীরা গাড়িতেই উপভোগ করতে পারবে Dolby Atmos মিউজিক, আলাদা করে কোনো কিছু ডাউনলোড করার ঝামেলা থাকবে না।
XUV 3XO-এর মূল বৈশিষ্ট্য
প্রসঙ্গত জানিয়ে রাখি, XUV 3XO একটি সাব 4-মিটার কম্প্যাক্ট SUV, যা Hyundai Venue, Kia Sonet, Tata Nexon ও Maruti Brezza-এর মতো গাড়িগুলিকে টেক্কা দিচ্ছে। এতে মূলত তিন ধরনের ইঞ্জিন অপশন রয়েছে। সেগুলি হল—1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, 1.2 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং 1.5 লিটার ডিজেল ইঞ্জিন। এমনকি সঙ্গে ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরনের ট্রান্সমিশন সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ বড় জয় পশুপ্রেমীদের! দিল্লির পথকুকুরদের নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
অন্যান্য ফিচার্স
তবে এই SUV-তে একাধিক প্রিমিয়াম ফিচার্স যুক্ত করা হয়েছে। সেগুলি হল—প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, 10.25 ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার ও ইনফোটেইনমেন্ট স্ক্রিন, লেভেল-2 ADAS, 360 ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি।
উল্লেখ্য, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার প্রেসিডেন্ট আর ভেলুসামি জানিয়েছেন যে, আমাদের লক্ষ্য আধুনিক প্রযুক্তিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। XUV 3XO REVX-এ Dolby Atmos দেওয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং গোটা দেশের গাড়ির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করতে চলেছি।