সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চশিক্ষার পথে অনেকেরই অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কাছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের খরচ যোগান করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই অনেকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।
তবে এই সমস্যা সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওবিসি স্কলারশিপ (OBC Scholarship)। আজকের প্রতিবেদনে জেনে নেব, এই স্কলারশিপ কাদের জন্য, কত টাকা করে স্টাইপেন্ড মেলে এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য।
কী এই OBC Scholarship?
রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের তরফ থেকে চালু করা ওবিসি স্কলারশিপের আওতায় মূলত ওবিসি ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত প্রতি বছরে আর্থিক সহায়তা পেয়ে থাকে। তবে শুধু একবার নয়, বরং প্রতি শিক্ষাবর্ষেই এই সুবিধা দেওয়া হয়।
কারা আবেদন করতে পারবে?
এই স্কলারশিপে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। পাশাপাশি বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। শুধু তাই নয়, প্রার্থীকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে এবং পরিবারের সর্বোচ্চ আয় বছরে 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এমনকি সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেতে হবে।
কত টাকা মিলবে?
এই স্কলারশিপে মূলত শিক্ষার স্তর অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য প্রতিবছরে 12 হাজার টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য বছরে 18 হাজার টাকা, গ্রাজুয়েশন স্তরের পড়ুয়াদের জন্য বছরে 45 হাজার টাকা এবং পোস্ট গ্রেজুয়েশন স্তরের পড়ুয়াদের জন্য প্রতি বছরে 48 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। আর এই টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে ওবিসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (https://oasis.gov.in/) ভিজিট করুন।
- এরপর Student Registration অপশনে গিয়ে নিজের জেলা নির্বাচন করুন।
- এবার নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, কাস্ট সার্টিফিকেট নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন করার পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- আবেদন জমা দেওয়ার পর প্রিন্ট কপি নিজের স্কুল কিংবা কলেজে ভেরিফিকেশন করতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
ওবিসি স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই বৈধ ওবিসি সার্টিফিকেট, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, সর্বশেষ পরীক্ষার মার্কশিট, স্কুল কিংবা কলেজের আইডি কার্ড বা ভর্তির প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতায় জেরক্স, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো দরকার হয়।
আরও পড়ুনঃ আবারও বিজেপিতে ফিরছেন বাবুল সুপ্রিয়? জানিয়ে দিলেন নিজেই
কবে থেকে আবেদন শুরু?
এই স্কলারশিপে মূলত প্রতিবছর জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে আবেদন করার সুযোগ মেলে। তবে নির্দিষ্ট তারিখ জানার জন্য অবশ্যই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নিতে হবে।