মালদা দিঘা স্পেশাল ট্রেন, চলবে টানা তিনমাস! সময়সুচি জানাল পূর্ব রেল

malda digha train (1)

সহেলি মিত্র, কলকাতা:  উৎসবের মরসুমে কি আপনিও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ এখন থেকেই ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। আসন্ন দুর্গাপুজো, দিওয়ালি এবং ছট পুজো উপলক্ষ্যে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন দিল  রেল। পাহাড় হোক বা সমুদ্র, এই ট্রেনে করে আপনি অনায়াসেই চলে যেতে পারবেন। আসলে মালদা টাউন টু দিঘার (Malda Digha Train) মধ্যে পুজো স্পেশাল ট্রেন দিল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দিঘার জন্য পুজো স্পেশাল ট্রেন দিল রেল

জানা গিয়েছে, উৎসবের মরসুমে ট্রেনে যাত্রীদের ভিড় সামাল দিতে ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেন চালাবে রেল। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করে টানা নভেম্বর মাস অবধি চলবে ট্রেনগুলি বলে খবর।

ট্রেনের সময়সূচি

একদিকে যেমন মালদা টাউন-দিঘা স্পেশাল শনিবার দুপুর ১৩:১০-এ মালদা টাউন  ছাড়বে এরপর সেটি সেদিনই রাত ২৩:০০ মিনিটে দিঘা ঢুকবে। অপরদিকে ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন শনিবার রাত ২৩:৪০ মিনিটে দিঘা থেকে ছেড়ে মালদা টাউন ঢুকবে পরের দিন রবিবার সকাল ৯:২০ মিনিটে।

malda digha train

এই বিশেষ ট্রেনগুলি যাত্রাকালে উভয়মুখে থামবে নিউ ফারাক্কা জং, পাকুড়, সাঁইথিয়া, ডানকুনি, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে।

কবে থেকে চলবে বিশেষ ট্রেন?

নিশ্চয়ই ভাবছেন এই বিশেষ ট্রেনগুলি কবে কবে চলবে? রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর, ৪ অক্টোবর, ১১ অক্টোবর, ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর এবং ২৯ নভেম্বর অর্থাৎ টানা ৩ মাস চলবে এই বিশেষ ট্রেনগুলি। ট্রেনটিতে এসি ৩ টিয়ার একটি, স্লিপার কোচ ৪টি, দ্বিতীয় শ্রেণী ৭টি, এসএলআরডি দুটি মিলিয়ে ১৪টি কোচ থাকবে।

Leave a Comment