সৌভিক মুখার্জী, কলকাতা: ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। মাস শেষে মোবাইল রিচার্জ করার ঝামেলা অনেকের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বার্ষিক প্ল্যান কিনতে গেলে খরচ আরো কয়েকগুন বেড়ে যায়। এমন সময় Vi তাদের গ্রাহকদের জন্য বিরাট অফার (Vi Recharge Plan) নিয়ে আসলো, যেখানে মাত্র 1 টাকাতেই পাওয়া যাচ্ছে 4999 টাকার বার্ষিক প্ল্যান।
কীভাবে মিলবে এই অফার?
আসলে ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের অনলাইন ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম Vi Games-এ চালু করেছে Galaxy Shooter Freedom Fest Edition। আর এই বিশেষ ফেস্টিভ্যালে গেম খেলেই একাধিক রিওয়ার্ড পাওয়া যাচ্ছে। সেই রিওয়ার্ডের তালিকাতেই রয়েছে দুর্দান্ত 4999 টাকার প্ল্যান। আর এই প্ল্যানের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে না। মাত্র 1 টাকার বিনিময়েই এটি জিতে নেওয়া যাবে।
কবে পর্যন্ত মিলবে এই অফার?
ভোডাফোন আইডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এই Freedom Fest Edition আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফার লুফে নিতে হবে, তার পরে আর সুযোগ মিলবে।
We are excited to announce the launch of the Freedom Fest edition of Galaxy Shooters on #ViGames, exclusively on the Vi App till 31st August.
Play daily, collect gems, and unlock exciting rewards, including an annual #rechargepack worth ₹4999 for just ₹1, OTT subscriptions,… pic.twitter.com/xCC0Lb0iLt— Vi_News (@ViNewsOfficial) August 22, 2025
কী কী সুবিধা থাকবে এই প্ল্যানে?
উল্লেখ্য, Vi-এর বার্ষিক প্ল্যানে রয়েছে একাধিক প্রিমিয়াম সব বেনিফিটস। হ্যাঁ, এই প্ল্যানে পাওয়া যাবে—
- যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা,
- প্রতিদিন 2GB করে ডেটা,
- প্রতিদিন 100টি করে ফ্রি SMS-এর সুবিধা,
- সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস,
- রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আনলিমিটেড ডেটা,
- উইকেন্ড ডেটা রোলওভার সুবিধা,
- ViMTV ও Amazon Prime-এর ফ্রি সাবসক্রিপশন,
- 365 দিনের ভ্যালিডিটি।
আরও পড়ুনঃ পিছোচ্ছে না SSC পরীক্ষা, কবে মিলবে অ্যাডমিট কার্ড? জারি বিজ্ঞপ্তি
রয়েছে আরও বেশি বেশ কিছু রিওয়ার্ড
তবে Vi Games-এর এই ফেস্টিভ্যালে শুধুমাত্র রিচার্জ প্ল্যান নয়, বরং আরো বেশ কিছু রিওয়ার্ড জেতার সুযোগ রয়েছে। হ্যাঁ, তালিকায় থাকছে 16টি ওটিটি সাবস্ক্রিপশনের সঙ্গে 10GB ডেটা, 28 দিনের জন্য 50GB ডেটা প্যাক, Amazon গিফট ভাউচার এবং 4999 টাকা রিচার্জ প্ল্যান।
উল্লেখ্য, এই মুহূর্তে জিও এবং এয়ারটেল বেশ কয়েকটি পুরনো প্ল্যান বন্ধ করে দিয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে Vi-এর এরকম অফার গ্রাহকদের জন্য নিঃসন্দেহে গেম চেঞ্জার হতে পারে। টেলিকম ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতায় জিও, এয়ারটেল-এর জন্য এই প্ল্যান নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।