আমন্ত্রণ জানানোর পদ্ধতি পছন্দ নয়! ডুরান্ড কমিটির নৈশভোজে যোগ দিল না ইস্টবেঙ্গল

Durand Cup East Bengal officials did not attend the Durand organisers’ dinner

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে শেষ আটের লড়াইয়ে পরাস্ত করেও সেমিফাইনালের মঞ্চে ডায়মন্ড হারবারের কাছে 1-2 ব্যবধানে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। আর এর পরই ডুরান্ড ফাইনালের আগের দিন অর্থাৎ শুক্রবার বাইপাসের ধারে এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা।

নিয়ম অনুযায়ী সেই অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছিল ইস্টবেঙ্গলকে। তবে ডুরান্ড কমিটির তরফে পাওয়া সেই আমন্ত্রণ রক্ষা করল না লাল হলুদ। নেপথ্যে যুক্তি, আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে খুশি নয় ইস্টবেঙ্গল কর্তারা। তাই ডুরান্ড কাপের নৈশভোজ অনুষ্ঠানে দেখা মেলেনি কোনও লাল হলুদ প্রতিনিধির।

নৈশভোজে যোগ না দিয়ে বড় যুক্তি খাড়া করল ইস্টবেঙ্গল

প্রতিবছরের মতোই চলতি ডুরান্ড কাপ মরসুমে ফাইনাল ম্যাচের আগে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং সেনাবাহিনীর কর্তাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেই নৈশভোজের অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ হিসেবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, আমাদের কাছে নৈশভোজের আমন্ত্রণ এসেছিল।

কিন্তু আমরা কেউ সেখানে যাইনি। আসলে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছিল Whatsapp এর মাধ্যমে। এছাড়া আলাদা করে আমাদের কিছু জানানো হয়নি। নিতুবাবু বলেন, এভাবে আমন্ত্রণ জানানোতে আমি খুব একটা বিশ্বাসী নই। তাই অনুষ্ঠানেও যোগ দিইনি।

এদিকে ডুরান্ড আয়োজকদের অনুষ্ঠানে ইস্টবেঙ্গল অংশ না নেওয়ায় অনেকেই মনে করছেন ডায়মন্ড হারবার ম্যাচে খারাপ রেফারিংয়ের প্রতিবাদ জানাতেই ওই নৈশভোজ বয়কট করেছে ইস্টবেঙ্গল। যদিও এ প্রসঙ্গে দেবব্রত জানালেন, সেমিফাইনাল ম্যাচে খারাপ রেফারিংয়ের সাথে নৈশভোজে অংশ না নেওয়ার কোনও সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ পৃথক বিষয়।

অবশ্যই পড়ুন: ISL নিয়ে কাটছে জট! ফেডারেশন ও FSDL-কে আলোচনায় বসার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, ডুরান্ড কাপের সেমিফাইনালে রেফারি হরিশ কুণ্ডুর ভুল সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের বক্তব্য, গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরও তাদের সাথে রেফারিং নিয়ে অবিচার হচ্ছে। এছাড়াও, ডায়মন্ড হারবার ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তকে সামনে রেখে প্রশ্ন উঠছে, এর আগে বহুবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এই হরিশ। তাহলে কেন ফের তাঁকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হল?

Leave a Comment